সলোমন কেইন অমনিবাস
সচিত্র সংস্করণ
রবার্ট ই হাওয়ার্ড
অনুবাদ : অভিরূপ মাশ্চরক
বিশ্বসাহিত্যে রবার্ট ই হাওয়ার্ডের অবদান অনস্বীকার্য। কল্পনাপ্রবণ পাঠককে পাল্প ঘরানার গল্পে তিনি যেভাবে বুঁদ করে রেখেছিলেন, সেরকম উদাহরণ সত্যিই বিরল। হাওয়ার্ডের সৃষ্টি একটি অনবদ্য চরিত্র ‘কোনান’ অনেক আগেই বাংলার পাঠকমহলে অনুবাদরূপে প্রকাশ হয়েছে। এইবার সময় হল তাঁর আরেকটি অনবদ্য সৃষ্টির সঙ্গে বাংলার আপামর রোমাঞ্চপ্রেমী পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। সেই চরিত্রের নাম হল—সলোমন কেইন। কে এই সলোমন কেইন? তিনি একজন দুঃসাহসী, আদর্শবাদী, লড়াকু যোদ্ধা। তিনি দুর্দান্ত অশ্বারোহী, তরবারিচালনায় সুদক্ষ এবং অন্যায় দেখলেই তিনি তার প্রতিবাদে যে-কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করেন না। সরু ফলার একখানি ফ্রেঞ্চ তরবারি, গুপ্ত ছোরা আর রাজা সলোমনের একখানি লাঠি—তাঁর নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝেই তাঁকে ফ্লিন্টলক পিস্তল ছুড়তেও দেখা যায়। দীর্ঘদেহী, শান্ত মানুষটির চোখ দুটি যেমন উজ্জ্বল, ঠিক তেমনি তাঁর দার্শনিক চিন্তাধারাও স্বকীয়তায় দ্যুতিময়। ইউরোপ থেকে আফ্রিকার জঙ্গল—সলোমনের রোমাঞ্চকর অভিযানের পথরেখা সুদীর্ঘ। এমন আকর্ষণীয় চরিত্রকে ঘিরে যে বিচিত্র সব গল্প-কাহিনি গজিয়ে উঠবে—সে ব্যাপারে আর সন্দেহ কী? তাঁর প্রতিটি অভিযানের আখ্যান রোমাঞ্চপিপাসু পাঠকের হৃদয়কে জিতে নেবে, সেই আশাতেই কল্পবিশ্বর তরফ থেকে সলোমন কেইনের সব ক-টি স্বরচিত ‘আসল’ গল্প ও কবিতা একত্রিত করে প্রকাশিত হল এই গ্রন্থটি। শুভমস্তু!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি