বই : সুনীল গঙ্গোপাধ্যায়ের দশটি উপন্যাস
সুনীল গঙ্গোপাধ্যায় জীবৎকালেই ছিলেন কিংবদন্তী। জীবনে অজস্র লেখা লিখেছেন তিনি। অজস্র বিষয় নিয়ে লিখেছেন। এই সংকলনে রয়েছে তাঁর দশটি ভিন্ন স্বাদের উপন্যাস। লেখাগুলির প্রত্যেকটি তার বিষয়গুণে ও শৈল্পিক স্বাদে হয়ে উঠেছে অনন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে—‘দশ রকমের দশটি’ নামে একটি সংকলন ইতিপূর্বেই প্রকাশিত হয়েছে। এটিকে বলা যেতে পারে তার দ্বিতীয় খণ্ড।