তারাশঙ্কর জীবনী – খণ্ড ১
দেবাশিস মুখোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রোত্তর ভারতীয় কথাসাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র; অনেকের মতে বঙ্গসাহিত্যের চতুর্থ সম্রাট।তিয়াত্তর বছরে পূর্ণ তাঁর জীবনে গল্প-উপন্যাস সৃষ্টির সঙ্গে নাট্যকার ও নাট্যাভিনেতার কৃতিত্বময় তারাশঙ্কর পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামী থেকে স্বাধীনদেশের বিধানসভা ও রাজ্যসভায় সদস্য এমনকি বহির্ভারতে ভারতবর্ষের সাহিত্য-সংস্কৃতির প্রতিনিধিত্ব করার স্বাক্ষরও রেখে গেছেন।তারাশঙ্করের মূল উদ্দেশ্য দেশসেবা আর সাহিত্য হল তার মাধ্যম। সাহিত্যপথে তিনি বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের আদর্শ অনুসরণে ভারতভাবনার পথিক।বাঙালি পাঠকের আক্ষেপ ছিল- বঙ্কিমচন্দ্র জীবনী আছে, রবিজীবনী আছে কিন্তু তারাশঙ্করজীবনী নেই।তিন দশকের অধ্যয়ন ও অনুশীলনে গ্রন্থকার বাঙালি পাঠকের সেই আক্ষেপ মোচনের সূচনা করলেন-এই গ্রন্থের মধ্য দিয়ে। তারাশঙ্কর জীবনের প্রথম আঠারো বছরের ধারাবাহিক কাহিনি নিয়ে তারাশঙ্কর জীবনী প্রথম খণ্ড বইটি সম্পূর্ণ হয়েছে।তারাশঙ্করজীবনী বাংলা জীবনী সাহিত্যের ইতিহাসে এক নতুন সংযোজন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.