তিতিন মিতিন দিদিনটা

(0 পর্যালোচনা)


দাম:
₹250.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

তিতিন মিতিন দিদিনটা 

মৌসুমী বন্দ্যোপাধ্যায় 

বইয়ের কথা :

তোমরা যারা খুব ছোট্ট, সবে পড়তে শিখেছ, সেই সঙ্গে একটু একটু করে বাইরের পৃথিবী তোমাদের কাছে ধরা দিচ্ছে, নানা রঙ, নানা দৃশ্য সেজে উঠছে চোখের সামনে, সেই তোমাদের জন্যেই আজ নিয়ে এসেছি দুই বোন আর তাদের দিদিনের গল্প। এই দুই বোন হল তিতিন আর মিতিন। আর দিদিন হল তাদের দিদা। এই দুই বোনের নানারকম আশ্চর্য কান্ডকারখানা নিয়েই এই বইয়ের গল্পগুলি।

এখানে তোমরা খুঁজে পাবে তোমাদের নিজস্ব জগৎ, যেখানে আছে স্কুল, বেড়ানো, পিকনিক, চিড়িয়াখানা, নিকোপার্ক, আর আছে দেদার খুশি আর আনন্দ। আবার একইসঙ্গে গল্প পড়তে পড়তে তোমরা শিখবে ভালো আর মন্দের তফাৎ, মিলেমিশে থাকার আনন্দ, উপস্থিত বুদ্ধির ব্যবহার কিংবা প্রকৃতির কাছাকাছি যাওয়া।

আসলে বড়দের জন্য গল্প তো অনেক লেখা হয়, কিন্তু ছোটদের বড় করার গল্প খুব কম। তাই তোমাদের মতো ছোটদের জন্যেই এই গল্পগুলি লেখা হয়েছে, যাতে এগুলো পড়ে তোমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারো। আর হ্যাঁ, যাতে সহজে গল্পগুলো তোমাদের হাতে পৌঁছে তোমাদের মন জয় করতে পারে, সেইজন্য নৈঋত প্রকাশনের সবাই মিলে চেষ্টা করেছে গল্পে, ছবিতে সাজিয়ে গুজিয়ে এই বই তোমাদের হাতে তুলে দিতে। আমার এবং তোমাদের তরফ থেকে তাদের জন্য একরাশ ভালোবাসা রইল।

লেখক পরিচিতি :

মৌসুমী বন্দ্যোপাধ্যায়। জন্ম ১৯৭২ সালের ২৭শে ডিসেম্বরপশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি নৃত্যকলা চর্চার মাধ্যমে শিল্প ও এ সংস্কৃতির সঙ্গে পরিচয়। পড়াশোনা বাণিজ্য নিয়ে হলেও সাহিত্যের প্রতি প্রীতি শৈশব থেকেই। সেই টান থেকেই লেখালেখির শুরু। লেখেন ছোট বড় সকলের জন্যই। দেশ, আনন্দবাজার রবিবাসরীয়, আজকাল রবিবাসর, সাপ্তাহিক বর্তমান, আনন্দবাজার স্কুল, সুখবর, কথাসাহিত্য, ভবিষ্যত সহ বিভিন্ন বাণিজ্যিক, ভবিষ্যজ্যিক মুদ্রিত বিভিায়েব ম্যাগাজিনে গল্প, অণুগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে একটি অণুগল্পের ইবুক ও তিনটি ছোটগল্প সংকলন। একক অণুগল্পের সংকলন শপিজেন বাংলা থেকে। নাম ‘একটু শোনো’। খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে বড়দের ভৌতিক ও অলৌকিক গল্পের সংকলন ‘বড়দের ভয়ের তেরো’। গল্পেরত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সামাজিক গল্পসংকলন ‘একমুঠো জীবন’। এরা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে থ্রিলার গল্পসংকলন ‘মোহের হাতছানি’। এছাড়াও বহু যৌথ সংকলনে ও পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে তাঁর গল্প এবং অণুগল্প।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.