আঁচলের ছায়া
চন্দন নাথ
ইচ্ছে তো করে ছড়ার অক্ষরে মিশিয়ে দিতে সাঁঝপ্রদীপের আলো। ভীষণ ইচ্ছে করে অন্তত একটা ছড়ার মাঝে জড়িয়ে দিতে ভোরের পাখির গান। ছোটোদের জন্য কলম ধরলেই লেখায় লেখায় ছড়িয়ে দিতে ইচ্ছে করে সেই মায়া, যার জাদুস্পর্শে ভুবন সেজে ওঠে নিশুথ রাতের তারার আলোয়, ফুটন্ত রোদ্দুরে। ইচ্ছে তো করে কিন্তু সে যে বড়ো কঠিন কাজ। তবু ছোটো ছোটো বন্ধুদের উজ্জ্বল মুখগুলো মনে করে সাজিয়ে দেওয়া শব্দমালা যখন পরম আদরে আপন করে নেয় তারা, তখন বড্ড ভালো লাগে। আরও ভালো লাগে সে-লেখা পড়ে যখন কোনো প্রবীণ পাঠকও ফিরে পান তাঁর হারানো ছোটোবেলার উজ্জ্বল রঙগুলো। তেমনই কিছু ছড়া-কবিতা রইল এই বইয়ের দুই মলাটের মধ্যে। এ-বই যেমন খুদে পড়ুয়াদের তেমনই বড়োদের জন্যও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.