কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বিজ্ঞান বিরোধী প্রচার ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে প্রস্তুতি শুরু করে ২০২০ সালের গোড়ার দিকে আমরা অখিল ভারত জনবিজ্ঞান সম্মেলন (All India People’s Science Meet)-এর প্রায় দোরগোড়ায় পৌঁছে করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছিলাম। ২০২২ সালে আমরা শান্তিপুর, কলকাতা এবং দুর্গাপুরে তিনটি ছোট আকারে বিজ্ঞানের কর্মসূচি নিয়েছিলাম। সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করি, বিজ্ঞান ও যুক্তিবাদিতার সপক্ষে অবিজ্ঞান কুসংস্কার ধর্মান্ধতার বিরুদ্ধে এক বা একাধিক প্রবন্ধ সংকলন প্রকাশ করা হবে। সেই অনুযায়ী আমরা এই গ্রন্থ বিজ্ঞানের সপক্ষে: সংকলন–১ প্রকাশ করতে চলেছি। ইচ্ছা রইল, পরবর্তীকালে বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার সপক্ষে আরও এই ধরনের সংকলন প্রকাশ করার। বাংলায় এবং ইংরেজিতেও। আশা করি, এই গ্রন্থ পাঠকদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা ও মনোবৃত্তির বিকাশে সামান্য হলেও সাহায্য করবে।