বিশ্বশিল্পের রূপরেখা
মৃণাল ঘোষ
প্রাগৈতিহাসিক আদিম যুগ থেকে একেবারে সম্প্রতি পর্যন্ত সারা পৃথিবীর মানুষের শিল্পসুকৃতির বিবর্তনকে ধরার চেষ্টা হয়েছে ‘বিশ্বশিল্পের রূপরেখা’ নামে মৃণাল ঘোষের এই বইতে। মোট ২৮টি অধ্যায়ে বিভাজিত এই বইয়ের প্রথম ১৪টি অধ্যায়ে আলোচিত হয়েছে মিশর, মেসোপটেমিয়া সহ সমগ্র পাশ্চাত্য শিল্পকলা, আদিম থেকে উত্তর-আধুনিক যুগ পর্যন্ত। পরবর্তী অধ্যায়গুলিতে উপস্থাপিত হয়েছে বাংলাদেশ সহ সমগ্র ভারতের শিল্পকলা- প্রাগৈতিহাসিক পর্যায় থেকে একবিংশ শতক পর্যন্ত। শেষ দুটি অধ্যায়ে রয়েছে চিন ও জাপানের শিল্প[এর উপর সংক্ষিপ্ত সামগ্রিক ইতিহাস, তেমনি মানবজাতির শিল্পপ্রজ্ঞার বিবর্তনের সংহত এক উপস্থাপনাও। পাঠ্য অংশ সংক্ষিপ্ত রাখা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে ৩২২ সম্পুর্ণ রঙিন ছবি- অধ্যায় অনুযায়ী বিন্যস্ত। এই ছবির ভিতর দিয়েও পাঠক পেয়ে যাবেন যুগে যুগে রূপের যে বিকাশ তার ধারাবাহিক পরিচয়।