'গণেশ পাইনের সেই বিখ্যাত ছবি 'মা ও ছেলে'র সামনে আপনি নিশ্চিত কয়েকঘণ্টা দাঁড়িয়ে থাকবেনই। শোনা যায় যে, ওই ছবিটি ইন্দিরা গান্ধী এনজিএমএ গ্যালারি থেকে খুলে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন। যখনই তিনি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সংকটের সম্মুখীন হতেন, তখন তিনি ওই ছবিটির সামনে নতজানু হতেন। হয়তো তিনি তাঁর মায়ের সান্নিধ্য অনুভব করতেন ওই ছবিটির মধ্যে দিয়ে। গণেশ পাইনের আর-একটি ছবি 'আনটাইটলড' এখানে আছে, যেখানে একজন মাঝি ও নৌকার রূপ আঁকা, যা তাঁর অনেক ছবিতেই মেটাফর হিসেবে এসেছে। সোমনাথ হোরের সাদার ওপরে সাদা একটি ছবিতে আর তার ওপরে রক্তের কিছু কিছু লাল ছোপ, আপনার হৃৎপিণ্ড ঝাঁঝরা করে দেবে।'
বই-চিত্রকলা এবং ২