চাইনিজ অপেরা
প্রণব কুমার মন্ডল, মোঃ. শওকত হোসেন
পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম নাট্যধারাগুলির মধ্যে অন্যতম চিনের অপেরা৷ তবে চিনের সমাজ জীবনে অপেরা শুধুমাত্র এক প্রথাগত নাট্যধারার পরিচয়েই সীমাবদ্ধ নয়, বরং দেশীয় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক এবং সামাজিক মূল্যবোধের ধারক ও বাহক রূপে স্বীকৃত৷ এই বর্তমান সময়েও অপেরা তাই প্রাচীন অথচ প্রাসঙ্গিক৷ সংগীত, অ্যাক্রোবেটিক্স, স্টাইলাইজড অভিনয়, বাহারি পোশাক, জমকালো রূপসজ্জা ও মঞ্চসজ্জার সমন্বয়ে গডে ওঠা এই নাট্যধারা আজও সম্মোহিত করে চলেছে চিনের ও বহির্বিশ্বের নাট্যপ্রিয় দর্শককে৷ তবে একজন অবগত দর্শকই পারেন এই রঙিন বৈচিত্র্যময় অপেরার যথার্থতাকে বিশ্লেষণ করতে এবং নান্দনিকতাকে সমাদর করতে৷ মঞ্চাভিনয়ের বিভিন্ন খুঁটিনাটি দিক ছবির মাধ্যমে তুলে ধরে কিছুটা হলেও পাঠককে পেকিং অপেরার বা সামগ্রিক অর্থে চাইনিজ অপেরার দর্শক করে তোলার প্রয়াস করা হয়েছে এই বইয়ে৷
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.