দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জার্মানি। দেশটা চারিদিক থেকে পর্যুদস্ত তখন।• অস্থির, জটিল সেই সময়ে অসমবয়সী দুই নরনারী ভালোবেসে ফেলল একে অপরকে। মেয়েটি সরল, গ্রামা, উজ্জ্বল। ছেলেটি শহুরে, বাস্তববাদী,উচ্চাশী। পুব জার্মানির হালে শহর এই কাহিনির পটভূমি। উনিশ বছরের রিটা সাইডেলের সঙ্গে আলাপ হল তার চেয়ে দশ বছরের বড় রসায়নবিদ মানক্রেড হেরফুর্টের। শুরু হল স্বপ্ন বোনা। অকস্মাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মত মানফ্রেডের ওপর নেমে এল এক নিষেধাজ্ঞা। কম্যুনিস্ট সরকার বাতিল করলেন তার প্রস্তাবিত প্রকল্প। রাগে, দুঃখে, হতাশায় মানফ্রেড হালে ছেড়ে চলে গেল বার্লিনে। রিটার তাকে ফিরিয়ে আনার সব চেষ্টাই ব্যর্থ হল। ধীরে ধীরে রিটা তলিয়ে যেতে লাগল হতাশার কালো গহ্বরে। বার্লিনের পাঁচিল মাথা চাড়া দিয়েছে ততদিনে। ব্যক্তিগত, রাজনৈতিক আর সামাজিক সংকট একে অপরকে যেন আলিঙ্গনরত অন্যতর আশ্চর্য এই উপাখ্যানে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.