গুপী বাঘার পোলাপানের চার কাণ্ড
দীপান্বিতা রায়
গুপী আর বাঘার একখান করে পোলাপান। মা-বাবা আদর করে ডাকেন তিলু আর পানা। কিন্তু গুপী-বাঘার ছেলেরা তো ঘরে বসে থাকতে পারে না। তারাও ভালবাসে গান-বাজনা করতে আর দেশ বেড়াতে। দুই রাজপুত্রের সাংঘাতিক সব পিলে চমকানো কাণ্ড-কারখানা নিয়েই এবার, পোলাপানের চার কাণ্ড।