যশোমতী
অমর মিত্র
নিঝুম রাজবাড়িতে মানুষ নেই। কোথায় ঘুঘু ডাকছে। মনে পড়ে বিমর্ষ মুখে একদিন সে বেরিয়ে এসেছিল সেই রাজারবাড়ি থেকে। চলে গেল বহুদূর। তার সঙ্গে কি যশোমতীর দেখা হয়েছিল সেই দিন? সে গিয়েছিল মামার বাড়ি কিয়ারচাঁদ। ফিরে এসে দেখেছিল, স্যারের ঘরে অন্য লোক। গুহিরাম বলল, রাজকন্যার বিয়ে হয়ে গেল, কেউ জানল না স্যার, আলো জ্বলল না, ভোজ হল না। বিয়ের সাতদিন বাদে তপেন্দ্র এসে বলল, চলে গেছে বুলবুলি। বড় রাজপুত্র মহেন্দ্র বলল, রাজবাড়ির মান গেছে, সে আর এখানে ফিরতে পারবে না। বুলবুলি-যশোমতী আর আসে না বাপের বাড়ি। শোনা যায় মামার বাড়ি কিয়ারচাঁদে যায় সে। ভালো আছে সুখে আছে। ভাত মুড়ির-অভাব নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি