কবি নজরুল ও তাঁর কবিতা
কৃষ্ণগোপাল রায়
নজরুল আমাদের মহতী আবেগ, যথেষ্ট সঙ্গত কারণেই। কিন্তু আবেগ সতত আচ্ছন্ন করে সমালোচনাকে। এখানে আবেগ নয়, শানিত যুক্তিতে, নির্মোহ 'নিরপেক্ষতায় কবি নজরুল ও তার কবিতার নানা প্রসঙ্গ পর্যালোচিত হয়েছে। কিছু কবিতার আনুপুঙ্খিক বিশ্লেষণ করে দেখানো হয়েছে কীভাবে উঠে আসছে সিদ্ধান্ত স্বভাবতই তথ্য গুরুত্ব পেয়েছে, তেমনই গুরুত্ব পেয়েছে 'সে-সবের বিশ্লেষণ; বিশ্লেষণের পথেই এসেছে সিদধান্ত। নজরুল-পাঠে এ গ্রন্থ নিঃসন্দেহে একটি অভিনিবেশযোগ্য সংযোজন।