মেঘনাদবধ কাব্য : দেড় শতাব্দীর টানাপোড়েন
সম্পাদক : শুভাশিস চক্রবর্তী
১৮৬১ সালের ৪ জানুয়ারি প্রকাশিত মাইকেল মধুসূদন দত্ত প্রণীত 'মেঘনাদবধ কাব্য'। গত দেড়শ বছরের অধিক এই কাব্য নিয়ে প্রকাশিত অগণ্য উল্লেখযোগ্য প্রবন্ধের থেকে রাজনারায়ণ বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ভবতোষ দত্ত, দিব্যজ্যোতি মজুমদার, সুমিতা চক্রবর্তী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতো আঠারো জন লেখকের আলোচনা- সমালোচনা এর দুই মলাটে আবদ্ধ হয়েছে। গ্রন্থটির অন্যতম আকর্ষণ মধুকবির প্রাসঙ্গিক একুশটি চিঠির নির্বাচিত অংশ এবং টুকরো কথা বিভাগ-যেখানে আছে অর্থনীতিবিদ অশোক মিত্রের অপ্রকাশিত চিঠি, মাংস বিক্রেতা মহম্মদ আজাদের সাক্ষাৎকার, যিনি 'মেঘনাদবধ কাব্য' অনর্গল আবৃত্তি করে যান এই যুগেও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি