খননডিহি
শতদল মিত্র
এ উপন্যাসে লেখক যেন নিজেকে খনন করতে করতে তুলে এনেছেন একটি অঞ্চলের মানুষের ধর্মবিশ্বাস-আচার-পার্বণ–রাজনীতি এক আশ্চর্য মায়াবী ভাষায়। এই উপন্যাস পাঠককে নিয়ে যায় এক ঘোরের ভিতর। লৌকিক-অলৌকিক সব যেন হাত ধরাধরি করে হাঁটে। প্রাচীন বাংলার অনেক লোকবিশ্বাস-দেবীমাহাত্ম্য, বোলানগান, প্রবাদের কথা লেখক তুলে আনেন নিপুণ দক্ষতায়। শব্দে শব্দে তুলে আনেন মায়া। খন্যাডির শিবপ্রসাদ রায়, কত্তামা, হারাধন, শিবনাথ মন্ডল, কালীচরণ, কুসুমকুমারী, সাবিত্রী— সবাই যেন বড় মায়ায় আমাদের ডেকে নিয়ে যেতে চায় ওই জনপদে। তাদের ছোটো ছোটো সুখ-দুঃখ-বেদনা-ব্যর্থতা শাশ্বত রূপ পায়। এভাবেই লৌকিক মাধুর্যে এ আখ্যান কালকে ছাপিয়ে হয়ে ওঠে চিরকালিক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি