মঞ্জুশ্রী
জীবনানন্দ-কন্যা মঞ্জুশ্রী দাশকে নিয়ে একটি সংকলন
সম্পাদনা : গৌতম মিত্র
_____________________________
“এই সংকলন-গ্ৰন্থে জহর সেনমজুমদার মঞ্জুশ্রী দাশের কবিতা নিয়ে দীর্ঘ একটি গদ্য এমন সময়ে লিখেছেন যখন তাঁর নিজের মেয়েই মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। অলৌকিক লেখাটির নাম 'কবির মেয়ে'। জহর-কন্যা পূজা সেনমজুমদার, সে আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু অপারেশন হওয়া নিজের এক চোখ হাত দিয়ে চেপে, আরেক চোখে দেখে দেখে রাত জেগে অনুবাদ করে ফেলছিলেন মঞ্জুশ্রী দাশের আটটি কবিতার!
কয়েকদিন আগে চলে গেলেন কবি আশিস সান্যাল। কবিকন্যাকে নিয়ে তাঁরও শেষ লেখা এই সংকলনের মর্যাদা বাড়িয়েছে। আপশোস তিনি দেখে যেতে পারলেন না!
সম্পাদক গৌতম মিত্র দীর্ঘদিন ধরে তিল তিল করে লেখা সংগ্রহ করে এই সংকলন সাজিয়েছেন। যেখানে কিছু সূত্র পেয়েছেন, দৌড়ে গেছেন, সে ন্যাশনাল লাইব্রেরি হোক বা বঙ্গীয় সাহিত্য পরিষদ, এমনকি দিল্লী, বাংলাদেশ আরও কত কত জায়গায়। মেধার সঙ্গে শিশুর সারল্য ও অসম্ভব অনুসন্ধিৎসু মন না থাকলে তাঁর মতো সম্পাদক হওয়া যায় না, সে তাঁর যত নিন্দুকই থাকুক না কেন!
মঞ্জুশ্রীর সহপাঠী, প্রেমিক থেকে শুরু করে প্রসূন মুখার্জি, যিনি জীবনানন্দের হারিয়ে গিয়ে ঠোঙা হতে শুরু করা জীবনানন্দের পাণ্ডুলিপিও উদ্ধার করে দিয়েছিলেন, তাঁর লেখাও আছে এই সংকলনে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কবি-সাহিত্যিকদের আরও সমস্ত গুরুত্বপূর্ণ লেখা সন্নিবেশিত হয়েছে যা সূচিপত্রে দ্রষ্টব্য।
আছে মঞ্জুশ্রী দাশের সাক্ষাৎকার।
আছে নানান পেপারকাটিং, ডকুমেন্ট, মঞ্জুশ্রীর দুষ্প্রাপ্য ছবি, বাবাকে নিয়ে পিএইচডি থিসিসের নির্বাচিত অংশের ফ্যাকসিমিলি, চিঠির ফ্যাকসিমিলি।
এমনকি শেষ মুহূর্তে সংগৃহীত আল মাহমুদকে লেখা তিনটি চিঠি। "--প্রকাশক
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.