কৃষ্ণবেণী
সায়ন্তনী পুততুন্ড
ওদের সমাজে কন্যাসন্তান চির আকাঙ্ক্ষিত। পরিবার মাতৃতান্ত্রিক। ওরা নিজেদের নারীত্বে গর্বিত। সাধারণ মানুষের কাছে পূজনীয়। তবু কেন এক ষোড়শী মা-কে তার শিশু কন্যা-সন্তানকে নিয়ে ছেড়ে যেতে হল এই সমাজ? নিজের জীবনটাও বাজি রেখে তকে পা বাড়াতে হল এক অজানার পথে? যেখানে কোনো বন্ধু নেই। বরং চতুর্দিকে শুধু শত্রুর হিংস্র দাঁত-নখ। 'কৃষ্ণবেণী' আসলে এক মায়ের জীবনপণ সংগ্রামের কাহিনি।