লোকসংগীত ঝুমুর : তত্ত্বে-ইতিহাসে | সমাজ-ভাবনায়
শান্তি সিংহ
দক্ষিণ-পশ্চিম প্রান্তিক বাংলার পুরুলিয়া ও সন্নিহিত ঝাড়খণ্ড-বিহার যেন ক্রম প্রসারিত হয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। তাই কাঁকুরে-পাথুরে প্রান্তর, নীলাভ শৈলমালা ইতস্তত-ছড়ানো স্নিগ্ধ আরণ্যক শোভার মাঝে রৌদ্রতপ্ত দারুণ দহন দিনে, ঝরোঝরো বর্ষায় কলস্বনা নদীর আবেগে, বাসন্তিক মায়া-জাগানো শাল-পলাশ-মহুয়া বনের রঙিন উচ্ছ্বাসে, বাংলা ভাষাভাষী লোকজীবনে আজও গুনগুনিয়ে ওঠে ভবপ্রীতা-দীনা তাঁতি-বর্জুরাম-রামকৃষ্ণ গাঙ্গুলী-দ্বিজ টিমা-শলাবৎ মাহাত-কৃত্তিবাস কর্মকার-সুনীল মাহাত-র ঝুমুর কলি!
ভৌগোলিক তথা ঐতিহাসিক চেতনার বিস্তৃত পটভূমিতে ঝুমুর সংগীতের উৎপত্তি-ব্যাপ্তির ক্রমিক সামাজিক ইতিহাস এবং বাংলা কীর্তন গানের বিশিষ্ট রীতি থেকে ঝুমুরের গায়নরীতির পার্থক্য, কবিগান-রবীন্দ্র সংগীতের প্রাসঙ্গিক আলোচনা ও সাঁওতালি ঝুমুরের সাংস্কৃতিক সমন্বয়ী ভাবনা এই গ্রন্থের অন্যতম আলোচ্য।
বর্তমান গ্রন্থটি বাংলার লোকসংস্কৃতির বিশিষ্ট ধারা ঝুমুরগানের এক আনুপূর্বিক ইতিবৃত্তকে ব্যক্ত করেছে, যা বাংলার লোকসংস্কৃতি চর্চাকে ঋদ্ধ করে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি