মৃত্যু : জীবনের প্রথম পাঠ
পবিত্র সরকার
যে জন্মায়, প্রথম থেকেই মৃত্যু তার এক মারাত্মক সম্পত্তি হয়ে ওঠে। আর কিছু তার না জুটুক, এই সম্পত্তিটি তার হাতে আসবেই। সে একে ফেলতেও পারবে না, সে বিকল্প তার হাতে নেই। কিন্তু রাখবে যে, কীভাবে রাখবে? এই নিয়ে মানুষ হয়তো তার অস্তিত্বের শুরু থেকেই ভেবেছে, তাকে এড়িয়ে যাবার, ভুলে থাকার বা ছন্মবেশ পরিয়ে সান্ত্বনা পাবার নানা রকম ব্যবস্থা করেছে। করেছে বিচিত্র কল্পনা ও বিশ্বাসের ছক, গড়ে তুলেছে নানা আচার-অনুষ্ঠানের বর্ণাঢ্য প্রকল্প।
পবিত্র সরকার মৃত্যু নিয়ে নেহাত কৌতূহলের বশবর্তী হয়ে এই সব বিশ্বাস আর কল্পনা, ব্যবস্থা আর অনুষ্ঠানের খোঁজ করেছেন, জীবন একটাই- এই প্রত্যয় থেকে। এ জীবনের আগেও কিছু নেই, পরেও কিছু নেই। সে কারণে এই মানবজীবন অতিশয় দুর্মূল্য, একে হেলাফেলা করে নষ্ট করা চলে না। আপনি ভিন্ন মত পোষণ অবশ্যই করতে পারেন,
পদে পদে আপনার মনে প্রশ্ন ও বিতর্ক উঠতে পারে। কিন্তু তার জন্যই এ বইটি আপনার পড়া হয়তো দরকার। এতে ভীতিজনক পান্ডিত্য নেই, বরং জিজ্ঞাসার
স্ফূর্তি ও স্বাচ্ছন্দ্য আছে। মৃত্যুকে এড়ানো যায় না, কিন্তু তার বিষয়ে জানলে জীবনের অনেকটাই আলোকিত হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি