নাটক সমগ্ৰ ৪
ব্রাত্য বসু
'ক্রেউসা দ্য কুইন' কিংবা 'মীরজাফর'-এর 'অন্তিম রাত' কতটা দীর্ঘ ছিল? তাঁদের হৃদয়ে কোথাও কি জমেছিল এক ফোঁটা 'অনুসোচনা'? এইসব অলীক ভাবনার মায়াজালে 'আমি, অনুকূলদা আর ওরা' পরস্পরের 'হৃদিপাশ'-এ আবদ্ধ হয়ে পড়ি। অতীত থেকে এক ঝটকায় বর্তমানে এসে মনে হয় 'করোনার দিনগুলিতে প্রেম' যদি নাও থাকে তবু 'একদিন আলাদিন' আসবেই। তার জাদুপ্রদীপের ছোঁয়ায় 'বাণিজ্যে বসতে লক্ষ্মী' অধিষ্ঠান করবে আমাদের একচিলতে পৃথিবীতে। ইতিহাসের অলিন্দ থেকে ব্যক্তিজীবনের অন্দরমহল, রাজনীতির ঘেরাটোপ থেকে নাগরিক জীবনের অনুরণন যার নাট্যকলমে একইসঙ্গে স্পন্দন জাগায় ও বিস্ফোরণ ঘটায়, আধুনিক বাংলা নাট্য-অঙ্গনের সেই বিপুল বৈচিত্র্যময় নাটককারের নাম ব্রাত্য বসু। বিষয় থেকে বিষয়ান্তরে, অনুভব থেকে অনুভূতির গহনে তার। সাবলীল ও অনায়াস যাতায়াত আমাদের বিস্ময়াবিষ্ট করে চলেছে প্রায় তিন দশক ধরে। তার নাটকের সুগভীর অভিঘাত, চমকপ্রদ বিন্যাস, মর্মস্পর্শী সংলাপ আমাদের চমকিত করে। এর আগে তার পূর্বলিখিত বিভিন্ন নাটক নিয়ে উপর্যুপরি তিনটি খণ্ড বেরিয়েছে। সাম্প্রতিক কয়েক বছরের ন'টি বাছাই করা নাটক নিয়ে এটি ব্রাত্য বসুর চতুর্থ নাট্য সংগ্রহ। লেখার ক্রমানুসারে 'বাণিজ্যে বসতে লক্ষ্মী', 'হৃদিপাশ', 'অনুসোচনা', 'একদিন আলাদিন', 'আমি, অনুকূলদা আর ওরা', 'মীরজাফর', 'অন্তিম রাত', 'ক্রেউসা দ্য কুইন', 'করোনার দিনগুলিতে প্রেম' এই নাটকগুলো স্থান পেয়েছে এই চতুর্থ খণ্ডে। এর মধ্যে দুটি নাটক ছাড়া সবকটি নাটকই ইতিমধ্যে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি ব্রাত্য বসু যে তিনটি নাটকের জন্য ২০২১ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন সেই তিন নাটক 'মীরজাফর', 'একদিন আলাদিন' এবং 'আমি, অনুকূলদা আর ওরা'- এই বইতে রয়েছে। আগের তিনটি খণ্ডের মতোই এই চতুর্থ খণ্ডের অন্তর্ভুক্ত ব্রাত্য বসুর ন'টি নাটক পাঠককে বরাবরের মতোই চিত্তাকর্ষক পাঠ অনুভূতি এনে দেবে সে অভিপ্রায়ে এই বই প্রকাশিত হল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি