রঙ্গালয়ে বঙ্গনটী
অমিত মৈত্র
নটী বিনোদিনী তাঁর 'আমার কথা' শীর্ষক আত্মজীবনীর এক জায়গায় লিখেছেন, 'থিয়েটার আমার বড় প্রিয়, থিয়েটারকে বড়ই আপন মনে করিতাম...।' উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বঙ্গ-রঙ্গমঞ্চে বড়-ছোট, খ্যাত-অখ্যাত যত অভিনেত্রী এসেছিলেন, সম্ভবত তাঁদের সকলের প্রাণের কথাটি এই ভাষায় লিখেছিলেন বিনোদিনী। থিয়েটারকে এঁরা অকৃত্রিম ভালবেসেছিলেন। অন্ধকার গলির ঘৃণিত 'নর্মনটী' জীবন থেকে অথবা সমাজের নিচুতলা থেকে এঁরা এসেছিলেন, 'রঙ্গনটী' হবার স্বপ্ন বুকে নিয়ে। এঁরা প্রাণপাত করেছেন, প্রতারিত হয়েছেন, নিষ্ঠুর উপেক্ষায় মরেছেন। বাংলা থিয়েটারের ধারাবাহিক নির্মাণে এঁদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি ইতিহাসে, সমকালের বর্ণনায় বা বিবরণে। অথচ এই অভিনেত্রীদের প্রেরণা, প্রেম, প্রতিদান, প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণপাত পরিশ্রম ছাড়া বাংলা থিয়েটারের জগৎ কখনওই এত বর্ণময় ও সৃষ্টিমুখর হয়ে উঠতে পারত না। সেই খ্যাত-অখ্যাত, উপেক্ষিত, হারিয়ে যাওয়া নটীদের নিয়ে এই প্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি