চণ্ডালিকা
বিশেষ পাণ্ডুলিপি সংস্করণ
রবীন্দ্রনাথ ঠাকুর
‘চণ্ডালিকা’ গদ্যনাটকটি রচিত হয় বাংলা ১৩৪০ সালের ভাদ্র মাসে, অর্থাৎ ইংরেজি ১৯৩৩ সালে। এর প্রায় পাঁচ বছর পর প্রতিমা দেবীর অনুরোধে রবীন্দ্রনাথ এটিকে নৃত্যনাট্যের রূপ দেন।
‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যের প্রধান তিনটি পাণ্ডুলিপির সঙ্গেই এখনকার প্রচলিত মুদ্রিত ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যের কিছু কিছু তফাত আছে। ১৯৩৯ থেকে ১৯৪০-এর মধ্যে ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্য বেশ কয়েকবার নানা জায়গায় অভিনীত হয়েছে। এই সময় মহড়ায় রবীন্দ্রনাথ নিজে উপস্থিত থাকতেন ও নৃত্যের ব্যবহার সম্বন্ধে উপদেশ দিতেন, এবং বেশ কয়েকবার তিনি ছোটখাটো পরিবর্তন করেছেন এই নৃত্যনাট্যে।
এই গ্রন্থে মুদ্রিত ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যের পাণ্ডুলিপিটি রবীন্দ্রসঙ্গীত এবং শান্তিনিকেতনের নৃত্যধারার শিল্পী ও বিশেষজ্ঞ শান্তিদেব ঘোষের ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া।
গুরুদেব তা দেখে নৃত্যনাট্যটি একটি ভালো খাতায় নিজের হাতে লিখে পরের দিন আমাকে দিয়ে বললেন, “একজায়গায় পরপর গানগুলি না থাকায় তোর অসুবিধা দেখে আমি গত রাত্রে এই খাতায় সব ঠিকমত সাজিয়ে লিখে দিয়েছি। এটি দেখে পর পর গাইতে এখন আর তোর কোনো অসুবিধা হবেনা।”’
রবীন্দ্রনাথ যে শিষ্যের প্রতি সংবেদনশীল শিক্ষক ছিলেন ও সর্বোপরি নিজের সৃষ্টিমূলক কাজটি মঞ্চে কেমন রূপ নিচ্ছে সেটি বুঝে নিতে কতটা আগ্রহী ছিলেন তা বোঝা যায় এই দেখে যে সাতাত্তর বছর বয়সেও শারীরিক ক্লান্তি অগ্রাহ্য করে তিনি সারা রাত জেগে সম্পূর্ণ ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যটি স্বহস্তে লিখে শান্তিদেবকে দিয়েছেন।
বর্তমান গ্রন্থে ‘চণ্ডালিকা’র তিনটি পাণ্ডুলিপির কিছু কিছু পরিচয় লিপিবদ্ধ করা হল। শান্তিদেবকে প্রদত্ত ‘চণ্ডালিকা’র প্রতিলিপি ছাড়াও বর্তমান প্রচলিত সংস্করণ এবং শান্তিদেবের সংগ্রহে থাকা আরও দুটি সংস্করণের নির্বাচিত প্রতিলিপি এখানে মুদ্রিত করা হল।
এই গ্রন্থের সম্পাদক অনুত্তমা ঘোষ শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, রবীন্দ্রসংগীত শিল্পী এবং বর্তমানে রবীন্দ্র-সংস্কৃতি বিষয়ে গবেষণায় রত। জ্যাঠামশাই শৈলজারঞ্জন মজুমদার, পিতা দেবজ্যোতি দত্ত মজুমদার এবং মাতা নমিতা দত্ত মজুমদারের তত্ত্বাবধানে সঙ্গীত শিক্ষা করেছেন। তিনি দেশের বিভিন্ন বিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপনা করেছেন। তিনি শান্তিদেব ঘোষের ভ্রাতুষ্পুত্রবধূ।
শমীক ঘোষ শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে রবীন্দ্র-সংস্কৃতি বিষয়ে গবেষণায় রত। জ্যাঠামশাই শান্তিদেব ঘোষ, মাতা সুপ্রিয়া ঘোষ এবং অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে শান্তিনিকেতনের সংস্কৃতির বিভিন্ন দিকের চর্চা করেছেন। তিনি দেশের বিভিন্ন বিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপনা করেছেন এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি