নয় পাহাড়ের উপাখ্যান
অমর মিত্র
প্রচ্ছদ মৃণাল শীল
প্রকাশক--বর্ণময় মৌসুমী
পরিবেশক--অঞ্জলি প্রকাশনী
সাহিত্যিক অমর মিত্রের উপন্যাস "নয় পাহাড়ের উপাখ্যান"এ বাঁকুড়া জেলার মানুষ ও প্রকৃতি মিলেমিশে আছে। শীতের সময় মেলা বসে গ্রামে, গঞ্জে, পাহাড়তলিতে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যতীন সামন্ত ন'পাহাড়িতে আসে চাকরি সূত্রে। নয় পাহাড়ের কোলে এই ন'পাহাড়িকে ঠিকমতো প্রজেক্ট করতে পারলে টুরিস্ট স্পট হতে পারতো। একদিকে পাহাড় আর তার তলায় বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। কাহিনী ও চরিত্র মিলেমিশে আছে উপন্যাসে। রতন, ভবেশ, করালি, শ্যামাপদ, সাধুরা যেমন আছে, আছে অলকার মত মেয়ে যে ন'পাহাড়িতে পত্রিকা চালায়, প্রেস আছে। এছাড়া আছে বাঁকুড়ার গ্রাম্য মেয়ে গন্ধেশ্বরী। বিচিত্র জীবন জটিলতা তার। আছে অলকার বোন পূর্ণিমা--এই নারী চরিত্রগুলি যতীনকে ভিন্ন ভিন্ন ভাবে আকৃষ্ট করে। বিশেষত কাহিনী জুড়ে সকলের প্রচেষ্টায় বর্ণাঢ্য এক আনন্দমেলার আয়োজন করা হয়। অনেক রকম মেলার মাঝে এই আনন্দমেলার আয়োজন সম্পূর্ণ অন্যরকম। যতীন ন'পাহারিতে এসেছিল তার নিয়তির টানে। আবার নয় পাহাড়ে ঘেরা এই ন'পাহাড়িতে সে কোন নিয়তিকে খুঁজে পেল! ঘটনার সমাবেশ প্রকৃতির বুকে মানুষের টিকে থাকার লড়াইকে প্রকট করে তুলেছে। লেখকের বর্ণনার ভাষা, ঘটনার ঘনঘটা এবং লক্ষের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ কাহিনী কে করে তুলেছে সুখপাঠ্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি