ফিরে দেখা : দেখি নাই ফিরে
নবকুমার বসু
সমরেশ বসুর কালজয়ী সৃষ্টি ‘দেখি নাই ফিরে’। যে উপন্যাসে শিল্পী রামকিঙ্কর বেজ-এর বহুবর্ণ জীবন ও সাধনাকে তিনি চিত্রিত করেছেন নিজস্ব ভাষা, সংলাপ ও বর্ণনায়। সমরেশের আকস্মিক প্রয়াণের পরে, ‘দেখি নাই ফিরে’ রামকিঙ্করের বহুবর্ণ জীবনকাহিনিরও যেন হঠাৎ সমাপ্তি। দু’জনের যুগলবন্দিতে সেই কীর্তি হয়ে উঠেছিল বিংশ শতাব্দীর শেষদিকের উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিষয়। এই গ্রন্থ সমরেশ বসুর প্রয়াণের পঁয়ত্রিশ বছর পরে নবকুমার বসুর ব্যতিক্রমী স্মৃতিতর্পণ তথা আলেখ্য, যা একইসঙ্গে কিংবদন্তি লেখকের শেষজীবন ও তাঁর শেষ না হওয়া উপন্যাস ‘দেখি নাই ফিরে’-র নিবিড় প্রস্তুতি-নিষ্ঠা আর অক্লান্ত শ্রমের দিগন্তকে উন্মোচিত করেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি