প্রেম, অথচ প্রেম নয়
লেখক : তসলিমা নাসরিন
দীর্ঘ বিরতির পর তিনি এক বই কবিতা লিখেছেন। এতে প্রেম, অপ্রেম আছে, আছে মোহ আর নির্মোহের জীবন। তিনি রঙিন চোখে জীবন দেখেন না, বড় সাদাকালো তাঁর দেখা, অলক্ষ্যে হাড় মাংস দেখে ফেলেন। সরল সহজ তাঁর শব্দগুচ্ছ। কাউকে হোঁচট খেতে হয় না তাঁর শব্দগুচ্ছকে অনুসরণ করতে গিয়ে। তিনি এক স্নিগ্ধ সমুদ্রপাড়ে নিয়ে যান তাঁর পাঠককে, যেখানে নির্জনতার শরীর শেষ বিকেলের আলোয় সোনালি হয়ে ওঠে। তসলিমা কবিদের কবি নন, তিনি সাধারণ মানুষের কবি। তাঁর আটপৌরে কবিতাই ডিজিটাল জগতের আটপৌরেদের কাছে প্রিয় হয়ে উঠেছে। যে ভাষায় তিনি কবিতা লেখেন, সেই ভাষা, সেই মাতৃভাষা, থেকে হাজার মাইল দূরে বাস করতে তিনি বাধ্য হচ্ছেন। বাংলার মাটিতে তাঁর পা রাখার অধিকার নেই, কিন্তু ভাষাটিকে ভালবেসে কবিতা লেখার অধিকার তাঁর আছে। এই অধিকার তাঁর কাছ থেকে কাউকে ছিনিয়ে নিতে তিনি দেবেন না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি