ঋজু দ্য স্পাই
শাশ্বতী চৌধুরী
নরবুর মৃতদেহ যখন পাওয়া গেল তখন বিকাল শেষের পথে | চিফ কম্যান্ডার অঙ্কিত রাওয়াতের মেরুদন্ড বেয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে | নরবু রুটিন মাফিক টহল দিতে এসেছিল | এখানে সমস্ত এলাকাই আর্মি অন্তর্ভুক্ত | কিছু কিলোমিটারের ব্যবধানে ইন্দো-তিব্বত বর্ডার | অতএব সমগ্র এলাকা জুড়েই রেজিমেন্ট ফিফটির চেকপোস্ট এবং সিকিম স্কাউটের পাহারা | নরবু সুব্বা একজন সিকিমিজ আর্মি অফিসার | গুরুদংমার লেক দুপুর তিনটের পরে বন্ধ হয়ে যায় | নরবু এবং তার সঙ্গী বিজয় দর্জি প্রতিদিন এই সময়ে রাউন্ডে যায় | দিনের আলো নেভার আগেই ফিরে আসে তারা | আজ ছবিটা বদলে গেল কেন? কে মারল নরবুকে? কেনই বা মারল? বিজয় কোথায়? তাহলে কি বড় কোনো বিপদের সম্ভাবনা দেখা দিতে চলেছে?
*********
- ‘আমাকে একটু বলবে তথাগত, কী হয়েছে? হোয়াট ইজ দিস ডিভাইস?’ হাতের যন্ত্রটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করল ত্রিপাঠি |
- ‘আমাদের সার্ভার হ্যাক করার চেষ্টা করা হয়েছে স্যার | লাঞ্চ করে এসে কাজে বসার পরেই সন্দেহ হচ্ছিল | ডেটা প্রপারলি বাউন্স করছিল না | সন্দেহ হতে ল্যাপটপ নিয়েই সার্ভার রুমে গেছিলাম | ডেটা সিকিউরিটি নিয়ে কাজ করি, আমার মেশিনে সিগনাল ট্র্যাকার লাগানো আছে | ভীষণ রকম গোলমাল সেন্স করছিলাম | বুঝতে পারছিলাম যে ডেটা ইস্যু হচ্ছে কিছু | তারপর তন্নতন্ন করে খুঁজে এটা পেলাম | একটা সার্ভারের পিছন দিকে কেউ অ্যাটাচ করে দিয়ে চলে গেছে |’
- ‘কী বলছ? সর্বনাশ! কিন্তু বিল্ডিং লক করে তুমি কি খুঁজে পাবে নাকি কালপ্রিটকে?’
******
- ‘স্যার! টাইম ফ্রেমটা দেখুন | দিন দশেকের মধ্যে দিওয়ালি | এই সময়টা অ্যাট্যাকের জন্য একেবারে আদর্শ | এই রকম সময় জেনারেলি টেররিস্টরা বেছে নেয়, কারণ তারা একটা স্টেটমেন্ট দিতে পারবে | একসঙ্গে মাস কিলিং পসিবল | ভীষণ বড় রকম গোলমালের আভাস পাচ্ছি | আমার সেন্স বলছে বড় কোনো অ্যাট্যাক হবে | আপনি কাসবের ঘটনাটা মনে করে দেখুন স্যার |’
- ‘হুম | ২০০৮ সাল, ২৬/১১ |’
- এদের পিছনে মাস্টারমাইন্ড সম্পূর্ণ অন্য লোক থাকে | আমার মন বলছে যে পুনরাবৃত্তি হচ্ছে ব্যাপারটা | ঠিক সেরকম সময় বাছাই করা হচ্ছে, লোক ঢোকানো হচ্ছে| এরা একবার ঢুকতে পারলে জনতার সঙ্গে মিশে যাবে | দিস হ্যাজ টু বি স্টপড স্যার | আমাকে নেপালে যেতে হবে |’
- ‘নেপালে? তুমি নেপালে যাবে? এটা আমাদের এক্তিয়ারে নেই ঋজু | ওদেশে সিবিআই এজেন্ট থাকে না | দেশের বাইরের ব্যাপার এলে আমাদের আইবিকে বা র'কে ইনক্লুড করতে হবে |’
- ‘আই নো স্যার | কিন্তু উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম |’
*******
শ্রীলঙ্কা, এ দেশের আধুনিক সময়ে অনেক পরিবর্তন হয়েছে | হয়েছে অনেক হাইরাইজ | চীন কলম্বো শহরের লাগোয়া সমুদ্রকে বুজিয়ে দিয়ে ‘নব্য দুবাই’ শহর গঠনে মেতেছে | ক্ষতিগ্রস্থ হচ্ছে অ্যাকোয়া লাইফ। পরিবেশবিদরা তটস্থ হয়ে উঠছেন। এই থমথমে পরিবেশের মধ্যেই হঠাৎ এক খুন হয়ে যাওয়া ভারতীয় দেহ উদ্ধার করল শ্রীলঙ্কান পুলিশ | কী পরিচয় এই ব্যক্তির? যার খুনের কিনারায় ভারত-শ্রীলঙ্কা দুই দেশের ইন্টেলিজেন্স অফিসাররা শশব্যাস্ত হয়ে পড়েছেন! কোন ভয়ানক দুনিয়ার গোপন আঁতাতের খবর উঠে আসছে সামনে?
শাশ্বতী চৌধুরীর, ঋজু সিরিজের দুটি উপন্যাস, 'গোপন অক্ষ' এবং 'লাল মাকড়সা' নিয়ে "ঋজু দ্য স্পাই" বইটির প্রথম খণ্ড।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.