রুপোলি সেফটিপিন
শুভব্রত বন্দোপাধ্যায়
প্রচ্ছদ - সেঁজুতি বন্দ্যোপাধ্যায়
চরিত্ররা সবাই কথা বলে
বইয়ের পাতার মঞ্চে নটী, নট
টাপুরটুপুর শব্দ পড়ে ঝরে
তিরের মতো, দৃপ্ত, অকপট
তিক্ত বিষাদ, রিক্ত অসহায়
জটিল থেকে চটুল, অনাবিল
প্রতিটা মুখ, শব্দ, নীরবতা
অবলীলায় সবাক, সাবলীল
লেখার ভাঁজে হারিয়ে যখন সুখ
সময় দিয়ে সুখকে মাপা বৃথা
কিছু লোকের জন্ম মৃত্যু থাকে
কিছু মানুষ শুধুই নবনীতা
তবুও যদি সময় রোখে পথ
আদিগন্ত নিরুদ্দেশে, ধু-ধু,
দেখি, বইয়ের পাতায় গোলাপ ফুটে আছে
মলাট জুড়ে সেই হাসিমুখ, শুধু।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি