১৯১৭ সালের ৭ই নভেম্বর; বিশ্বের ইতিহাসে এক অবিশ্বাস্য ক্রান্তিকাল। কেননা "তারপরে পৃথিবীর আর কোনকিছুই আগের মত রইল না।" সেই ঘটনাপ্রবাহ নিয়ে এযাবৎ আলোচনা কিছু কম হয়নি। বিপ্লবের পক্ষে বিপক্ষে শত শত লেখা হয়েছে। কিন্তু এটা তো সত্য যে সেসময় সমগ্ৰ বিশ্ব দুভাগে ভেঙে গেল আড়াআড়ি। তাহলে এর সূত্রপাত হল কীভাবে? ৩০০ বছরের রোমানভ সাম্রাজ্যের পতন হয়ে রাশিয়ায় ঠিক "কী ঘটেছিল?" এই কমিক্সটি সেই উত্তাল দশকের এক নিবিড় বিবরণ।