শ্রেষ্ঠ গল্প-অন্নদাশঙ্কর রায়
প্রচ্ছদ : রবি দত্ত
বাংলা ছোটগল্পের মানচিত্রে অন্নদাশঙ্কর এক নতুন ব্যঞ্জনা, এক স্বতন্ত্র সংজ্ঞা। প্রথম পর্যায়ে তিনি যেন প্রচ্ছন্ন সমাজসংস্কারক।
'দু'কানকাটা' থেকে শুরু হল এক ব্যক্তিগত দুঃসাহসিক অভিযান। 'পরীর গল্প'-এ তিনি ছোটগল্পের প্রথাসিদ্ধ রীতি ও রূপকে আরও বেশি করে ভেঙে ফেলে মূর্ত করে তুললেন উপলব্ধ জীবন ও স্বপ্নলব্ধ সৌন্দর্যের মধ্যে নিহিত রহস্যময় বৈপরীত্যকে। প্রাত্যহিক অস্তিত্বের সঙ্গে মিশে থাকা আধ্যাত্মিকতার স্বরূপ সন্ধান করেছেন 'মীন পিয়াসী'তে।
এই রকম ভাবে এক-একটি গল্পে এক একটি বিষয়। নিষ্ঠুর পঙ্কিল হিংস্র বাস্তব পরিস্থিতির মধ্যে বাস করেও এক বিচারপতির সৌন্দর্য-সাধনার কাহিনী 'ও' যেন লেখকেরই জীবনকথা।
অধিকাংশ গল্পেরই ঘটনাস্থান বাংলার বিভিন্ন মফঃস্বল শহর, ঘটনাকাল লবণ সত্যাগ্রহ থেকে গান্ধীহত্যা এবং অধিকাংশ চরিত্রই মফঃস্বলের অগ্রসর বুদ্ধিজীবী সম্প্রদায়ভুক্ত, তাঁরা চাকুরিজীবী হলেও চাকুরি বহির্ভূত জগৎবিহারী। তাঁদের ব্যক্তিত্বকে বিশিষ্ট করেছে অন্নসংস্থানের জন্য কর্তব্যকর্মের অতিরিক্ত মননকর্ম। এখানেই অন্নদাশঙ্করের ছোটগল্পের স্বতন্ত্র মহিমা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি