বই - সর্বনাশের স্বাদ
লেখক- সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়
'টাকির একটি বাগানবাড়িতে শুরু হয়েছে প্রখ্যাত পরিচালক অলকেন্দু ঘোষের নতুন ছবির শুটিং। গতকাল বিকেলেই হইহই করে চলে এসেছে ইউনিটের লোকজন। এখন সকাল ন-টা। এই মুহূর্তে চলছে ছবি তোলার কাজ। আশেপাশে মানুষের ভিড় জমেছে বিস্তর। তবে কাউকেই বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। জনপ্রিয় নায়িকা রাকা সেন আছেন এই ছবিতে। মাস তিনেক আগে এক ভোরবেলা বেজে উঠেছিল ফোনটা। রাকা তখন গভীর ঘুমে। পরপর দু-বার বেজে যাওয়ার পর তৃতীয়বারে ধরেছিলেন ফোনটা। ঘুমজড়ানো গলায় আত্মঘোষণার পরই ভেসে এসেছিল অলকেন্দুর গলা। মাসতিনেক পরে শুরু হচ্ছে তাঁর আগামী ছবির শুটিং। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে পরিচালক চান রাকাকে।
চরিত্রটি সম্পর্কে জানতে চেয়েছিলেন রাকা। তাতে অলকেন্দুর উত্তরে প্রথমে খানিকটা দমেই গিয়েছিলেন তিনি, এমন একটি চরিত্রে অভিনয় করলে ওঁর ভক্তকুল কী বলবে। বলা যায় না, ওঁর রোমান্টিক স্টারডমেও চিড় ধরতে পারে। অলকেন্দু বললেন, এই চরিত্রে অভিনয় করলে অভিনেত্রী হিসেবে নিজের জাত চেনাবেন নায়িকা। তাতে ক্ষতি কিছু হবে না, বরং সুনামই বাড়বে। এরপর চরিত্রটি করতে রাজি হয়ে যান রাকা।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.