বই - স্বপ্নের মোড়ক
অবনীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত।
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় সম্পাদিত।
অবনীন্দ্রনাথের কাছে ঠাকুরবাড়ির ছোটোরা কী করে গল্প লিখতে হয় জানতে চেয়েছিল। তিনি জানিয়েছিলেন, দেখা স্বপ্ন লিখে ফেললেই 'গল্প' হয়ে যাবে। ঠিক হয়, ছোটোরা রোজ সকালে তাঁর কাছে এসে হাজির হবে। আগের রাতে দেখা স্বপ্ন লিখে ফেলবে। যেমন কথা, তেমন কাজ। অবনীন্দ্রনাথ নিজেও দেখা স্বপ্ন লিখে রাখতেন। লিখে ফেলা সবার স্বপ্নই তিনি যত্ন করে রেখে দিয়েছেন। সেই স্বপ্ন-সংগ্ৰহ বিস্তর খোঁজাখুঁজির পর আবিষ্কার করেছেন ড.পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁরই সম্পাদনায় সেই স্বপ্ন-সংগ্রহ 'স্বপ্নের মোড়ক' বই হয়ে প্রকাশিত হয়েছে। বলা-ই বাহুল্য যে, বইটির নামকরণ অবনীন্দ্রনাথই করেছিলেন । দীর্ঘ সময়ের ব্যবধানে বছর কুড়ি আগে 'স্বপ্নের মোড়ক' প্রথম বই হয়ে বেরিয়েছিল ভিন্ন এক প্রকাশন-সংস্থা থেকে।প্রকাশমাত্রই পড়ুয়াজনের দৃষ্টি আকর্ষণ করে। দ্রুত প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। প্রথম সংস্করণ শেষ হওয়ার পর 'স্বপ্নের মোড়ক'-এর দ্বিতীয় সংস্করণও প্রকাশিত হয়েছিল। তারপর এতকাল এ বই ছাপা ছিল না।
নতুন প্রচ্ছদে বইটি আরও বর্ণময় হয়ে সদ্য বেরিয়েছে 'লালমাটি' থেকে। ঠাকুরবাড়ির ছোটোদের লেখা স্বপ্নের এই সংগ্ৰহ, যা ১০০ বছরের অধিককাল প্রকাশের, প্রচারের আলোয় আসেনি।। উপযুক্ত সম্পাদনায় প্রকাশিত এই 'লালমাটি'-সংস্করণটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.