বই - তমস্বীযুগতুঙ্গীশ : সপ্তম শতাব্দীর সূর্য বীরবপ্যট
লেখক- শান্তনু জানা
গৌড়াধিপ শশাঙ্কের মৃত্যুর পর ও গোপালের রাজা হিসেবে নির্বাচিত হওয়ার মধ্যবর্তী একশ বছরের ইতিহাস সম্পর্কে আমরা যেটুকু জানি, তা অস্পষ্ট আর অন্ধকারাচ্ছন্ন । এর অন্যতম কারণ হল যথেষ্ট উপাদানের অভাব । ছোটবেলায় পাঠ্যবইতে খুঁজে না পেয়ে লেখকের মনে হত, সত্যিই কি ঐ সময়ের রাঢ়-বঙ্গের কোনও ইতিহাস নেই ! যখন পশ্চিমে কান্যকুব্জে হর্ষবর্ধন, পূর্বে কামরূপে ভাস্করবর্মার মতো সম্রাটগণ রাজত্ব করছেন, যখন এই ভূমিতে য়ুয়ান ঝ্যাং - ইৎসিঙের মতো পরিব্রাজকগণ বছরের পর বছর অতিবাহিত করছেন, যে সময়ে 'গৌড়বহ' রচিত হচ্ছে ,সেই সময়ে রাঢ়-বঙ্গের কপালে শুধু 'অন্ধকারাচ্ছন্ন যুগ' আর 'মাৎস্যন্যায় '!
সেই একশ বছরের বিস্তৃত ইতিহাস নেই , না কি আমাদের অজানা? না কি সমগ্র ভারতের উজ্জ্বল ঐতিহ্য - আর্য সংস্কৃতির কৌলিন্য থেকে দূরে-বহুদূরে কজঙ্গলের অন্তরালে , সমতটের নোনা মাটির গর্ভে এখনও প্রোথিত হয়ে আছে বাংলার গর্বের ইতিহাস , আমরা এখনও যার খোঁজ পাইনি আমাদেরই ঔদাসিন্যে ?
পালবংশের প্রতিষ্ঠাতা গোপালের কথা আমাদেরই সকলের শোনা। কিন্তু তাঁর পিতৃদেব বপ্যট ও পিতামহ দয়িতবিষ্ণু তুলনায় স্বল্পপরিচিত। সবচেয়ে বড়ো কথা , এঁরা রাঢ়-বঙ্গে বিচরণ করেছেন ঐ মাৎস্যন্যায়ের যুগে । বিশিষ্ট লেখক শান্তনু জানার উপন্যাসের মূল দুই চরিত্র হল বীরবপ্যট ও দয়িতবিষ্ণু। তিনি এই উপন্যাসের নাম দিয়েছেন 'তমস্বীযুগতুঙ্গীশ' (The sun in the dark era )।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.