ত্রিবেণী সঙ্গম
সুশোন রায়
সতী পীঠ কঙ্কালী
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আন্তর্জাতিক মিলন ক্ষেত্র শান্তিনিকেতন যখন পূর্ণ স্মৃতি বিজড়িত তীর্থক্ষেত্র নিরাকার ব্রহ্মের উপাসনাস্থলে, ঠিক তার ৭ কিলোমিটার দূরে, বোলপুর-লাভপুর রোডে কোপাই নদীর তীরে অবস্থিত বেঙ্গুটিয়া মৌজার অন্তর্গত কঙ্কালীতলা সমগ্র এশিয়ায় অন্যতম সতীপীঠ হিসাবে খ্যাতি অর্জন করেছে। শান্তিনিকেতন বেড়াতে এলে কঙ্কালীতলা মন্দির দর্শন করেননি বা দেবীর পূজা দেননি এমন মানুষ খুব কমই মিলবে, রবীন্দ্রনাথ ও অন্যান্য সাহিত্যিকদের লেখনীতে কঙ্কালীতলার উল্লেখ পাওয়া যায়। বীরভূমের কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'বেদেনী' গল্পের ভৌগোলিক পটভূমি এই কঙ্কালীতলা, 'বিসর্জন' নাটকে বলি প্রথার বিরোধী রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে হেমন্ত বালা দেবীকে এক চিঠিতে লিখেছেন, 'বোলপুর-এর কাছে কঙ্কালীতলা বলে এক তীর্থ আছে। যেখানে বছরে একবার বিশেষ পরবে নানা ভক্তের সমাগমে বহু শত পাঁঠার বলিদান হয়। রক্তে লাল হয়ে ওঠে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.