ঝরা পাতার গান
প্রশান্ত গিরি
-----------
ছাই
মনে রেখো, নক্ষত্রেরও মৃত্যু হয়!
এই যে তুমি জ্বলছো ভীষণ! সব পুড়িয়ে মারবে বলে
উন্মত্ত লেলিহান শিখায় নিচ্ছ সব গিলে
পড়ে থাকা ছাই রইবে শুধু বিজয় তিলক হয়ে।
অন্তরের ঘৃণার বারুদ যবে থাকবেনা অবশেষ
অহংকারের লাভা স্রোতে, নব ভূমি রূপের আশ্লেষ
তখন তুমি করবে কি হে? অগ্নি মুকুটধারী;
রবে একা নিঃসঙ্গ পথচারী!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.