পাহাড়িয়া
গৌতম মুখার্জিী (পাহাড়)
--------------
তুরা ও হামরা
পাড়া গাঁয়ের মানুষ হামি
গ্যান গম্মি নাই।
লিখাপড়া হলেক নাই
শুধু গাই গরু চরাই।
তবু আমরা ভালোই আছি
বছরে দুবার চাষ।
খড়ের চাল মাটির ঘরে
মাটির গন্ধের সুবাস।
তুদের আছে দালান বাড়ী
আছে তুদের অঢেল টাকা।
হামদের পরানে পেরেম আছে
তুদের আসলি জায়গায় ফাঁকা
তুদের এত সময় কুথায়
কখন ভালবাসবি।
তুদের বহুদের প্যান জামা পরা
কুথায় মু টা ঢাকবি।
মায়ের আঁচল কুথায় পাবি।
উড়নায় ঢাকে বুক।
এখন আবার বুক ঢাকেনা
উড়নায় ঢাকে মুখ।
হামদের মায়ের কোল আছে
আঁচল আছে শাড়ীর।
তুদের মতো দালান নাই।
শান্তি মাটির বাড়ীর।...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.