ত্রয়ী
ড. অশোকা রায়
‘কোমল গান্ধার’, ‘শ্রীমতি’ ও ‘ফিরে এসে দেখা হবে’-এই তিনটি উপন্যাসের সমাহারে গড়ে উঠেছে ‘ত্রয়ী’। প্রথম উপন্যাস ‘কোমল গান্ধার’-যার নায়ক অনিমেষের জীবনের ওলট-পালট নিয়ে কাহিনিটি এগিয়ে চলেছে। বাইরের জীবনের স্পন্দন আর কোলাহল ছিল তার কাছে অধরা। তার জীবনে শেষপর্যন্ত রঞ্জকধ্বনির আবহে আজ বেজেছে কোমল গান্ধার। বিচ্ছিন্ন বারো ঘর এক উঠোন আবার এক হয়েছে, শাশুড়ির সঙ্গে দূরত্ব রেখেও সমীহের সমীকরণ তৈরি হয়েছে ‘শ্রীমতি’-তে। হিন্দু অনুপমা আর মুসলিম সাইফুলের প্রেমের সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত নিয়ে এগিয়ে চলেছে ‘ফিরে এসে দেখা হবে’ উপন্যাসটি। তাদের অমর প্রেম কি পার্থিব জগতে পরিণতি পেয়েছিল? এরই জবাব লেখিকা খুঁজেছেন অজস্র ঝরা কামিনীফুলের কাছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি