আত্মজা
ঋতা বসু
আমাদের মনোজগৎ রহস্যময়। তাই বুঝি একই ঘটনার অভিঘাতে ব্যক্তিবিশেষের প্রতিক্রিয়া হয় আলাদা। এখানে দুটি উপন্যাসেই লেখক তেমনই কিছু জটিল মানসিক ও পারিবারিক সংকট তুলে ধরেছেন।
দুই উপন্যাসই দুই আত্মজাকে ঘিরে।
প্রথম উপন্যাসে দেখি উচ্চশিক্ষিত আদুরে কন্যা অশেষ নির্ভরতায় যাকে জড়িয়ে জীবনের সব চড়াই-উতরাই পার হতে চেয়েছিল হঠাৎ একদিন তাসের ঘরের মতো ভেঙে যায় সেই চেনা জগৎ। যদিও সে ভেঙে পড়ে না। নীরবে গড়ে তোলে অন্য ভুবন। তবু অতীত তার ছায়া ফেলে রাখে। নিশ্চিন্ত হতে পারবে কি সে কোনওদিন?
দ্বিতীয় উপন্যাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চোখ দিয়ে বড়দের জগতের জটিলতা ও ভয়ংকর সব অপরাধের সম্মুখীন হই আমরা।
দুটি উপন্যাসই শিশুদের প্রতি ঘটে চলা নির্মম অন্যায় ও অপরাধের কাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.