বৌদ্ধযুগের ভূগোল ও অন্যান্য প্রবন্ধ
বিমলাচরণ লাহা
'বৌদ্ধসাহিত্য হইতে গৌতম বুদ্ধের সমসাময়িক এবং তৎপরবর্তীকালের ভৌগোলিক তত্ত্ব সমুদয় সংগৃহীত করিয়া এই পুস্তক লিপিবদ্ধ করা হইয়াছে।'
- বিমলাচরণ লাহা
ভারততত্ত্ববিদ, প্রাচীন ভারত, বৌদ্ধ ও জৈন বিশারদ বিমলাচরণ লাহা বহুদিন হল বিস্মৃতির আড়ালে। ঐতিহাসিক ভূগোলচর্চার তিনি পথিকৃৎ। যদিও তাঁর বেশিরভাগ লেখা ইংরেজিতে, তবু বাংলা ভাষায় তাঁর অনেকগুলি লেখা ছড়িয়ে আছে বিভিন্ন পত্রপত্রিকায়; প্রকাশিত হয়েছিল বেশ কয়েকটি বইও। 'বৌদ্ধযুগের ভূগোল' তাঁর এই ঐতিহাসিক ভূগোলচর্চারই নিদর্শন। এই চর্চার ক্ষেত্রে তাঁর প্রথম প্রয়াস ছিল 'জিওগ্রাফি অব আর্লি বুদ্ধিজম'। 'বৌদ্ধযুগের ভূগোল' বইটি এর অনুসরণেই লিখিত। বাংলা ভাষায় ইতিহাসচর্চা ও গবেষণার ক্ষেত্রে এই বইটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একই সঙ্গে প্রয়োজন বিমলাচরণ লাহাকে বিদ্যাচর্চার আঙিনায় ফিরিয়ে আনা। বইটি গুরুত্বপূর্ণ এই দুই ক্ষেত্রেই।
-----------------
লেখক পরিচিতি :
১৮৯২ সালের ২৬ অক্টোবর কলকাতার অভিজাত লাহা পরিবারে বিমলাচরণ লাহার জন্ম। ছাত্র বয়স থেকেই অধ্যয়নের বিচিত্র শাখায় একের পর এক সাফল্য অর্জন করেন তিনি। তবে ১৯১৬ সালে স্নাতকোত্তরের পরীক্ষায় পালিভাষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার মধ্য দিয়ে তাঁর সারস্বত ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন বৌদ্ধ ও জৈন ইতিহাস এবং ভূগোল বিষয়ক বিশারদ। জাতিতত্ত্ব, সাংস্কৃতিক ইতিহাস, উৎকীর্ণ প্রাচীন লিপি প্রভৃতি বিষয়ে তাঁর পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। সম্পাদনা করেছেন 'বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট'-এর মতো গুরুত্বপূর্ণ পত্রিকা। ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি এবং রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য। লিখেছেন Geography of Early Buddhism, Historical Geography of Ancient India, বৌদ্ধরমণী, বৌদ্ধ সাহিত্যে প্রেততত্ত্ব, গৌতমবুদ্ধ, জৈনগুরু মহাবীর প্রভৃতিগ্রন্থ। তাঁর ইতিহাস চর্চায় মিশে আছে অত্যন্ত বিশেষত্বপূর্ণ একটি দৃষ্টিকোণ, যা তাঁর অবদানকে অনন্য করে তুলেছে, বিবিধ সম্মানে ভূষিতও হয়েছেন জীবনব্যাপী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.