দীপক মজুমদার একজনই
সম্পাদনা : সুব্রত রুদ্র
এই গ্রন্থের প্রথম অংশে আছে কবি দীপক মজুমদারকে কমবয়স থেকে দেখা বেশ কয়েকজন বন্ধুবান্ধবের স্মরণযোগ্য স্মৃতিকথন। নানা সময়ে শঙ্খ ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আত্মপ্রত্যয়ী সপ্রতিভ ঝলমলে তরুণটিকে মনে হয়েছিল স্বভাবনেতা। মীনাক্ষী দত্ত দীর্ঘদিনের বন্ধু দীপককে খুব কাছ থেকে দেখেছিলেন। সুশ্ৰী আকর্ষণীয় তরুণটি তাদের অল্পবয়সি উদ্দাম জীবনে জড়িয়েছিল। দীপক ছিল পলায়নপ্রবণ এক কিশোর, তার পাগলামি তার অতুল সম্ভাবনাকে তুচ্ছ করে অকালে ঝরে গিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণের নেশা অল্পবয়স থেকেই। কয়েকবার সেই অনির্দিষ্ট ভ্রমণের সঙ্গী হয়েছিল দীপক। তরুণদের কবিতা পত্রিকা কৃত্তিবাসের শুরুতেও প্রধান উদ্যোগীদের একজন দীপক মজুমদার। সারা জীবনে কোনো ব্যাপারেই বেশিদিন মন বসাতে পারেননি। জ্যোর্তিময় দত্তের কথায়—সব চেনা চেয়ার সে পায়ে ঠেলে দেয়। কবি সুব্রত রুদ্রের সঙ্গে ১৯৭৫ সালে দীপক মজুমদারের পরিচয় হয়েছিল। তিনি তাঁর কবিতার আলোচনা করে দেখিয়েছেন— ক্রমাগত জটিল হয়ে বেঁচে থাকার যন্ত্রণা যেন এই কবির ভবিতব্য। তাঁকে ভেবে এমন এক অপরিহার্য গ্রন্থের প্রকাশ জরুরি ছিল নতুন পাঠকদের কাছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.