গৌরী ধর্মপাল রচনাসমগ্র ৫
গৌরী ধর্মপাল সমগ্রের পঞ্চম খণ্ডে থাকছে বাণভট্ট রচিত কাদম্বরীর আশ্চর্য সরস অনুবাদ, যা পড়লে পাঠকের মন পৌঁছে যাবে চন্দ্রাপীড়, মহাশ্বেতা, কাদম্বরী, বৈশম্পায়ন, পুণ্ডরীকের জন্ম-জন্মান্তরের প্রেম কাহিনিতে। পুরোনোতুন বেদের কবিতা, যেখানে রয়েছে ঋক্ আর অথর্ব বেদের বেশ কিছু প্রধান সূক্তের অনুবাদ, ব্যাখ্যা ও বিশ্লেষণ। যে ব্যাখ্যা বৈদিক সাহিত্যের প্রতি অন্য এক দৃষ্টিভঙ্গি তৈরি করে ৷
লেখক পরিচিতি :
গৌরী ধর্মপাল প্রেসিডেন্সি ও স্কটিশচার্চ কলেজে পড়াশুনা আই.এ.বি.এ. এবং এম.এ. পরীক্ষাতে প্রথম হয়েছিলেন। সংস্কৃত সাহিত্যে ঈশান স্কলার। বাংলা ভাষার পাশাপাশি সংস্কৃত এবং গুজরাতি সাহিত্যেও তাঁর অসাধারণ পাণ্ডিত্য ছিল। তবু ছোটোদের জন্যই লিখতে বেশি ভালোবাসতেন। শিশুসাহিত্যের পাশাপাশি বহু কবিতা, প্রবন্ধ ও অনুবাদও করেছেন। লেডি ব্রেবোর্ন কলেজে সংস্কৃতের অধ্যাপিকা ছিলেন দীর্ঘদিন। তাঁর ছোটোদের জন্য লেখা চাঁদনি, চোদ্দপিদিম, আশ্চর্য কৌটো, ইংলে পিংলে এবং উপনিষদের গল্প বিশেষ উল্লেখযোগ্য। সংস্কৃত থেকে অনুবাদ করেছেন স্রোতোবহা মালিনী, কাদম্বরী, কঠোপনিষদ প্রভৃতি। তাঁর বেদের ভাষা ও ছন্দ এবং পুরোনতুন বেদের কবিতা বৈদিক সাহিত্য বিষয়ে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। শিশুসাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার ছাড়াও পেয়েছে ভুবনেশ্বরী পদক। সংস্কৃত সাহিত্যের জন্য পেয়েছেন মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার, পেয়েছেন সাহিত্য অকাদেমীর বাল সাহিত্য অকাদেমী পুরস্কার, এ ছাড়াও অজস্র সম্মান। ২০১৪-র ২৯ শে অক্টোবর তাঁর ইহজীবনের অবসান ঘটে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি