কবিতার তরণী বেয়ে
পল্টু মাজী
লেখাপড়া
*********
লেখাপড়ার বিকল্প নাই আর কিছু
পার যত পড়ো তত পড়ো দিয়া মন,
পড়ার মাঝেই সুখী হবে
সহস্র কোমল জীবন।
শুরু হোক পড়ার কাজ
প্রাণ প্রিয় শৈশবকালে,
মানুষের মতো মানুষ হতে
লেখাপড়া করো সকলে মিলে।
ছাত্র জীবনে পড়ায় যদি করো অবহেলা
জীবনে তৈরী হবে শূন্যস্থান,
পদে পদে খাবে ঠোকর
মনুষ্য সমাজে হতে হবে অপমান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি