NINAD

(0 পর্যালোচনা)


দাম:
₹500.00
ডিসকাউন্ট মূল্য:
₹461.00

সংস্করণ:
পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
নিনাদ থেকে কিছু অংশ:
"...মাটিতে বাঘের পায়ের ছাপ কিংবা ঝোপের কাটায় তার পশম, ভাঙা নখ খুঁজি। শিকারের রক্তের দাগ লাইগা থাকে গাছের পাতায় অথবা ঝোপের কাটায়। মাঝেমইধ্যে শিকারের জামা-কাপড়ের কোনো টুকরাও কাঁটাঝোপে ছিড়া লাইগা থাকে। বাঘ যেদিক দিয়া যায়, সেইখানে একটা বিকট গন্ধও টের পাওন যায়। বনের এলাকাতেই তো বড় হইছি, এইসব খুইজা আগাইয়া বাঘের সুবিধামতো একটা আরামের জায়গা আন্দাজ কইরা ফেলতে পারি। তারপর সেইখানে গিয়া মড়ির আশেপাশে দেহি বাঘ আছে নাকি। বাঘরে ডর দেহাইতে কলিজা লাগে। একমাত্র ডর দেহাইয়াই আপনে বাঘরে কোনো জায়গা থেইকা সরাইতে পারবেন, নাইলে সহজ না। মড়ির কাছ থেইকা বাঘ সরান আরও কঠিন। তহন কিছু বুদ্ধি লাগে। বাঘ কেমনে শিকার করে জানেন? আস্তে কইরা লাফ মাইরা ঘাড়ের পেছনে কামড়ায় ধরে। ঘাড় ভাইঙ্গা শিকার তহনই মইরা যায়। তাই কখনও বাঘের দিকে পিছু ফিরতে নাই। বাঘ আপনারে দেইখা গর্জন করব, লাফায় আইসা ভয় দেখাইব, সবই করব আসলে যাতে আপনে ডড়াইয়া পেছন ফিরা দৌড় দেন। তহনই তো বাঘ লাফ মাইরা আপনার ঘাড়ে চড়ব। আমি সেইডা করি না, ডরাইলেও বাঘের দিকে সটান খাড়ায়া থাকি। শরীরের পেছনটা ঠ্যাস দিয়া রাখি কোনো গাছের সাথে, যাতে ভুলেও বাঘ আমার ঘাড় বা পিঠ না পায়। এরপর হাত দুইটারে মাথার উপর উঠাইয়া সোজা তুইলা ধরি উপর দিকে, হাতির শুঁড়ের মতন। বাঘ কিন্তু চোখে খুব ঝাপসা দেহে, এইটা অনেকেই জানে না। কইতে পারেন যে প্রাণীর শরীরের গরম রক্তের নিশানাটাই খালি চোখে পড়ে তার। তাই সেই বাঘ যহন টের পায় তার সামনে খাড়ায়া আছে বিশাল আকারের কিছু, যেইটা আসলে হাত উঁচা কইরা খাড়ায় থাকা আমি, তহন সে ঘাবড়ায় যায়। এরপর আমি বাপের কাছ থেইকা শিখা হাঁক দেই জোরে, একদম যত শক্তি আছে গলায়, ঢাইলা দেই সেই হুংকারে। বাঘ তহন ঘাবড়ায় পিছু হটে, সে পলায় আশেপাশের ঝোপে, আমি তহন মড়ি কান্ধে লইয়া ফিরতি পথ ধরি উল্টা পায়ে, সাবধানে, বাঘের দিকে মুখ কইরা।” একদম নির্লিপ্ত কন্ঠে শেষ বাক্যটা বলে মনি।
কায়সার ভেবে পায় না কী বলবে। মনি যা বলছে তা আসলে অবিশ্বাস্য। বনের মাঝে যেন এক রূপকথার জগতের কথা বলছে সে। “আচ্ছা, মেনে নিলাম আপনি বাঘের মুখ থেকে শিকার কেড়ে আনেন। এখন পর্যন্ত কয়জনের লাশ ফিরিয়ে এনেছেন এভাবে?” কায়সার কিছুটা ভেবেই প্রশ্নটা ছুড়ে দিয়েছে। দু’একবার ভাগ্যক্রমে হয়তো লোকটা বাঘ তাড়িয়ে এলাকার মানুষের চোখে অতিমানবীয় চরিত্রের কিছু হয়েছে বলেই ভাবছে কায়সার।
“ফিরায় আনছি? গত বছর পর্যন্ত হিসাব রাখছিলাম, তাও ধরেন গত সপ্তাহ পর্যন্ত ধরলে একশ’ বিশজনের লাশ ফিরায় আনছি। আর জ্যান্ত ফিরায় আনছি ধরেন তাও প্রায় তিরিশজনের কম না।” মাথা চুলকে, আঙুল গুণে যেন হিসেব করছে মনি।
... বন্যপ্রানীদের বোবা জগতে কিছু মানুষরূপী জানোয়ারের হিংস্র ও নির্মম রূপ দেখতে পাবেন নিনাদ এ। ওয়াইল্ড লাইফ কন্সপিরেসি এই থ্রিলার যাত্রায় স্বাগতম।
বই – নিনাদ
লেখক- বাপ্পী খান
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.