নির্ভয়া-অভয়া-অপরাজিতা : ফাঁসি শেষ কথা নয়
লেখক: শাশ্বতী ঘোষ
আমরা যাঁদের সুরক্ষা দিতে পারিনি, অভয়া-নির্ভয়া-অপরাজিতা এসব মনোহারী নাম দিয়ে আমাদের দায়িত্বহীনতা মুছে দিতে চেষ্টা করেছি। মাত্র দশটিতে একটি ঘটনা নথিভুক্ত হয়, কোনো বছরে ধর্ষণের মামলার মাত্র ১২% সেই বছরে আদালতে ওঠে, শাস্তিদানের হার হল প্রতি চারটি ধর্ষণের ঘটনার একটিতে। নিগৃহীতাকেই অপরাধী বানানোর মানসিকতা ছড়িয়ে রয়েছে চারপাশের চেনা-অচেনা মানুষের মধ্যে, থানা-পুলিশের অসহযোগিতা, নিগৃহীতা বা সাক্ষীদের সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা না থাকা সেগুলির সুরাহা আশু প্রয়োজন। যাতে নাম বদলে বাড়ি বদলে অভিযুক্ত আর তার চেনাজানা মানুষের হাত থেকে পালিয়ে না বাঁচতে হয়, সেইভাবে পাশে থাকা সম্ভব হলে জীবনের প্রতি এই মেয়েদের আস্থা ফিরিয়ে দিতে পারব। আর সেই সঙ্গে তো ছেলেদেরও শেখাতে হবে, পৌরুষ মানে কী। কোনো মেয়ের শরীর দখল শেষ কথা নয়। তৃতীয় লিঙ্গের মানুষের পছন্দের স্বাধীনতা স্বীকার করতে হবে। তাহলেই ধর্ষণ কমবে, ফাঁসিতে নয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি