নিষিদ্ধ কথা নিষিদ্ধ ভাষা : নকশালবাড়ি আন্দোলনের তথ্যসূত্রের সন্ধানে
সম্পাদনা : অমিত ভট্টাচার্য ে
বইয়ের সম্বন্ধে কিছু কথা:
দেশকে ভালোবেসে মূল্য দেবো না, এ তো হওয়ার নয়, তাই পৃথিবীর ইতিহাসে এই মূল্য বিপ্লবীরা ঢুকিয়েছেন তাঁদের সর্বস্ব দিয়ে। জীবন তো কোন ছাড়! আমাদের দেশেরও এ যাবৎকাল চলে আসা সব আন্দোলনের মধ্যে নকশালবাড়ি আন্দোলনেও এর ব্যতিক্রম হয়নি। একটা প্রজন্মকে নিশ্চিহ্ণ করা গেলেও বার বার এই আন্দোলন ফিরে ফিরে আসে। স্বভাবতই এই আন্দোলন নিয়ে রাষ্ট্র বা সমাজ সচেতন গবেষকরা গবেষণা করবেন। তথ্য কোথায়? সেই তথ্য তো রাষ্ট্র তো নিজেই ছাড়খার করে দিয়েছে। পুলিশের সিজার লিস্টে স্থান পেয়েছে আইনী প্রকাশিত বই, দলিল দস্তাবেজ। আইন করার আগেই বেআইনি হয়ে যায় পত্র পত্রিকা। সমর্থকরাও নষ্ট করতে বাধ্য হয় আন্দোলন সংক্রান্ত যেকোনো পত্র পত্রিকা। এখানেই কমিউনিস্ট বিপ্লবীদের নিজস্ব তথ্য ভাণ্ডার যা তারা রক্ষা করতে সমর্থ হয় তার প্রয়োজনীয়তা সামনে আসে। আন্দোলনের উৎস সন্ধান ও গবেষণার জন্য এই বই এক দিক নির্দেশকারীর ভূমিকা পালন করবে। গ্রন্থটি সাতটি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আন্দোলনের দলিল, রাজবন্দিদের স্মৃতিচারণ, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া এবং শিল্প-সাহিত্যের সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। ইতিহাস গবেষণার ক্ষেত্রে এই বই অসম্পূর্ণ ঠিক যেভাবে ভারতীয় সমাজ বিপ্লব এখনো অসম্পূর্ণ।
সূচিপত্র
প্রথম অধ্যায়: ভূমিকা
ব্যক্তিগত অভিজ্ঞতা; প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্মমত; চীনের ইতিহাসে গুপ্তসমিতির ভূমিকা; প্রাক্-বিপ্লব ফ্রান্সে নিষিদ্ধ সাহিত্য; ১৯১১-র চীন বিপ্লবের পর্যায়ে রাষ্ট্রদ্রোহিতা; আমেরিকায় ক্রীতদাসপ্রথার বিরুদ্ধে বিদ্রোহ ও ‘আন্ডারগ্রাউন্ড রেলরোড’; নকশালবাড়ির কৃষক অভ্যুত্থান
দ্বিতীয় অধ্যায়: ‘আটটি দলিল’, ‘লাল লিফলেট’ ও পত্রপত্রিকা দলিল ও পত্রপত্রিকা- চারু মজুমদারের ‘আটটি দলিল’, জঙ্গল সাঁওতালের ‘লাল লিফলেট’, ‘দেশব্রতী’, ‘লিবারেশন’, ‘দক্ষিণ দেশ’, ‘ইস্তাহার’, ‘People’s War’, ‘লাল চিংগারি’, ‘Red Star’, ‘Liberation Anthology’, ‘Frontier Anthology’, ‘দর্পণ’, ‘বীরভূম বার্তা’, ‘Party Unity’, ‘পার্টি ইউনিটি’, ‘পুব আকাশ লাল’, ‘মাভূমি’, ‘Voice of the Vanguard’, ‘People’s War’, ‘Prolatarian Vanguard’, ‘বিপ্লবী যুগ’, ‘মাওবাদী পথ’, ‘মতাদর্শে অগ্রণী’, ‘গেরিলা বার্তা’, দণ্ডকারণ্য থেকে প্রকাশিত নানা পত্র-পত্রিকা, ‘People’s March’, ‘People’s Truth’, ‘CPI (Maoist) Information Bulletin’, ‘এবং জলার্ক’-এর বিভিন্ন সংখ্যা প্রভৃতি।
তৃতীয় অধ্যায়: পার্টি দলিল
(সংকলন, সার্কুলার, পুস্তিকা, চিঠিপত্র, বিবৃতি)
চতুর্থ অধ্যায়: কারাস্মৃতি ও কারাসংগ্রাম
পঞ্চম অধ্যায়: রাষ্ট্রের প্রতিক্রিয়া
Calcutta Police Gazette-এ প্রকাশিত সংবাদ, লিবারেশনে প্রকাশিত ‘Army Circular’, ‘এন্টালি ষড়যন্ত্র মামলা’ ও ‘পার্বতীপুরম ষড়যন্ত্র মামলা’র অভিযোগনামা, ‘Indian Police Journal’-এ প্রকাশিত সম্পাদকীয়।
ষষ্ঠ অধ্যায়: গ্রন্থ, নিবন্ধ, প্রকাশিত পিএইচডি থিসিস অন্যান্য গ্রন্থ, নিবন্ধ, প্রকাশিত গবেষণা গ্রন্থ (পিএইচডি)।
সপ্তম অধ্যায়: শিল্প-সাহিত্য (গান, কবিতা, ছোটো গল্প, উপন্যাস, নাটক, নিবন্ধ, দেওয়াল লিখন, পোস্টার) শিল্পসাহিত্যে নকশালবাড়ি আন্দোলনের প্রভাব- গান, কবিতা, ছোটো গল্প, নাটক, উপন্যাস, নিবন্ধ, দেওয়াল লিখন, পোস্টার, চলচ্চিত্র।
অষ্টম অধ্যায়: উপসংহার
ভবিষ্যৎ গবেষণা সম্পর্কিত কিছু পরামর্শ।