ভুবনায়নের এই যুগে কোনো দেশের শাসনব্যবস্থা, রাজনীতি সবকিছুই তুলনামূলকভাবে আলোচিত হয়। তুলনামূলক রাজনীতি তাত্ত্বিক ও ব্যবহারিক দিক এই বইতে বিশ্লেষণ করা হয়েছে। ইউনাইটেড কিংডম , মালকিন যুক্তরাষ্ট্র , ফ্রান্স , সুইটজারল্যান্ড , রাশিয়া, গণপ্রজাতন্ত্রিক চীন ও বাংলাদেশের প্রশাসন, বিচার ব্যবস্থা, দল বুৱস্থা ইত্যাদি গড়ে ওঠার প্রেক্ষিত লেখকরা আলোচনা করেছেন। রাষ্ট্রের মানচিত্র , সংক্ষিপ্ত পরিচয় , সর্বোপরি তথ্য ও সারণির মাধ্যমে তুলনামূলক আলোচনা এই বইকে ঋদ্ধ করেছে। পরিশেষে রাষ্ট্রের সংবিধান ছাত্রছাত্রীদের ভালো লাগবে।
এই বইতে লিখেছেন রাজশ্রী বসু , বঙ্কিমচন্দ্র মন্ডল, কুমকুম চট্টোপাধ্যায় , গৌতুম মজুমদার , সর্বানী গুহ ঘোষাল, কুন্তল মুধ্যোপাধ্যায় ও গৌতম মুখ্যোপাধ্যায়।