পদাতিকের পদচিহ্ন
অভিজিৎ দাস
অনুবাদ : অজয় চট্টোপাধ্যায়
বইয়ের সম্বন্ধে কিছু কথা :
হিমালয়ের পাদদেশে এক গ্রাম নকশালবাড়ি। গত শতকের ছয়ের দশকের শেষে এই গ্রাম হয়ে ওঠে শোষণমুক্ত ভারত গড়ার লড়াইয়ে সূতিকাগার। এই আখ্যান মালদা থেকে আসা এক নব্য যুবকের। কলকাতার যাদবপুর বিশ্বাবিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে তার জীবন-বোধ উথাল পাথাল পরিবর্তনের মুখোমুখি হয়। খাদ্য আন্দোলন থেকে নকশালবাড়ি; বিশ্ববিদ্যলয়ের রাজনৈতিক অবস্থান জারিত করে সেই যুবক সহ সমগ্র ছাত্র সমাজকে। সিআরপিএফ-এর সঙ্গে ছাত্রদের লড়াই তো হিমশৈলের শিখর মাত্র।
লেখক অভিজিৎ দাস এক নতুন ভারত গড়ার স্বপ্নে ক্যাম্পাস ছেড়ে গ্রামের পথে পা বাড়ান। তিনি মুখোমুখি হন গ্রামের দারিদ্র্য, জীবনযাত্রা, লড়াইয়ের এক নতুন পৃথিবীর। মধ্যবিত্তের চেনা গণ্ডির বাইরে, পা মেলান পদাতিকের মিছিলে। এই পদাতিকেরা বার বার ফিরে আসে। পরাজিত হয়েও ফিরে আসে। কখনো শেষ কথা বলে না।
অভিজিৎ দাস প্রয়াত হয়েছেন ২০১৫ সালে। জয়ন্ত জোয়ারদার ছদ্মনামে গল্প লিখেছেন। তাঁর লেখা উপন্যাস এ ভাবেই এগোয়। 'ভুতনি দিয়ারা', ছোট গল্প সংকলন, একজন সিআরপিএফ এবং একটি নকশাল ভূত, কল্লোলিনী কলকাতা ও অন্যান্য। ২০০২ সালে বাংলা গল্পে অবদান রাখার জন্য প্রমা পুরস্কারে সম্মানিত হন।
সূচিপত্র :
শুরুর কথা
প্রথম পর্যায় —বাল্যকাল
• উত্তর-ঔপনিবেশিক ছোটো শহরের এক বালক
• অভিজ্ঞতা আর উত্তরাধিকার
• দুনিয়ার চূড়ায় চড়ার সংগ্রাম
দ্বিতীয় পর্যায়— ১৯৬০-এর দশকের সামাজিক আন্দোলন ও প্রক্রিয়া
• ইউনিভার্সিটি ও খাদ্য আন্দোলন
• সংকটের প্রহর
• রাজনীতির আঙিনায় প্রথম চলাচল
• একটি স্ফুলিঙ্গ: নকশালবাড়ি এবং তার প্রভাব
• নকশালবাড়ি বিদ্রোহের একটি আধা-সরকারি মূল্যায়ন
• আত্মঘোষণার প্রক্রিয়া
• ম্যাকনামারা ফিরে যাও
• সংস্কৃতি জগতের এক মহীরুহের সঙ্গে সাক্ষাৎ:
• ঋত্বিক ঘটক
• সরবোন থেকে যাদবপুর
• সারা ভারত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের আন্দোলন
তৃতীয় পর্যায় —মাটির ডাকে: কৃষি বিপ্লবের পথে
• কমরেড চারু মজুমদারের সঙ্গে সাক্ষাৎ
• গ্রামীণ বাস্তবতার এক ঝলক
• পূর্ণিয়া: প্রাথমিক প্রয়াস
• কর্মী বাছাই
• পার্টিতে যোগদান
• বিপ্লবী সড়কে প্রতিবন্ধকতা
• লাল্লুর পূর্ণিয়া
• একটি খতমের প্রচেষ্টা
• একজন পলিটব্যুরো সদস্যের সঙ্গে সাক্ষাৎ:
• কমরেড সত্যনারায়ণ সিং
• কঠোর বাস্তবের সঙ্গে লড়াই
• পার্টির সদস্য পদের ধাঁধা
• আমি একমত নই
চতুর্থ পর্যায় — সরে আসা ও নানা প্রসঙ্গ
• কমরেড সুশীতল রায়চৌধুরীর সঙ্গে শেষ দেখা
• বাঁচার জন্য পলায়ন
• ১৯৭০ সালে ১২ বছরের এক বালিকার দুনিয়া: আমার সবথেকে ছোটো বোন খুকুর কথা
• আততায়ীদের সন্ধানে
• অগ্নিপরীক্ষা অব্যাহত
• নো বেল: ব্রেক জেল
• বর্ধমান জেল
• বিপ্লবের সময়ে প্রেমিকার কাছে লেখা চিঠি
• একটি দুর্গের পতন
• বিচিত্র সময়
• একটা চাকরি
• কল্পনা আর বাস্তব: হিন্দি সিনেমার দুনিয়া
• জেলখানার কথা: আলিপুর
• বেয়নট দিয়ে খুঁচিয়ে হত্যা
• একজন শহিদের স্মৃতি: সাহিত্যের জন্য
• জেলখানার কথা: মেদিনীপুর
• রঘুর কাহিনি
• কলকাতায় ফেরা
• জরুরি অবস্থা
• টিকিয়ে রাখার লড়াই
• বাংলা ব্যান্ডের অগ্রপথিক: এক সাংগীতিক
• কিংবদন্তির নির্মিতি
• আমাদের জীবনে রেডিয়ো
• একটি শবদেহের সফর বৃত্তান্ত
• নকশালপন্থী তকমা
শেষের কথা :
• সহায়ক গ্রন্থপঞ্জি
• ১৯৭০-৭১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহিদদের তালিকা
• টীকা
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি