ফিরে পাাওয়া
মৃণাল কান্তি মণ্ডল
----------------
ফিরে পাওয়া
আমি এক হারিয়ে যাওয়া কবি
ফুরিয়ে যাওয়া কবি।
জীবন যুদ্ধে হেরে যাওয়া-
ক্লান্ত এক কবি।
জীবন সায়াহ্নে একলা বসে
আঁকি তোমারি ছবি।
জানি তুমি আমার
কিন্তু পুরোপুরি হয়ত আমার না।
তাতে কি?
আমি জানি তুমি শুধু আমার
আর আমি ও শুধুই তোমার।
খুব ভালবাসি তোমায় প্রিয়-
আর জীবনের শেষ দিন পর্যন্ত ভালবেসেই যাব।
চাওয়া, পাওয়া, হারানোর হিসেব টা না করাই ভালো।
ফুরিয়ে যাওয়া কবিকে তুমিই দেখিয়েছ জীবনের আলো
তুমি আমার আশা, ভালবাসার মানে
তাই তো ছুটে যায় আমি তোমার টানে।
"শ্রীজু" তুমি বড়োই ভালো
তোমার সরলতা, তোমার ছেলেমানুষি
মিষ্টি কথা, সবই যে আমার জন্য- অমৃত সমান।
তাইতো হারিয়ে গিয়েও মনে হয় ফুরিয়ে যায়নি আমি।
শেষ হয়নি আমি।
আমি আবার ফিরব, আবার ও বাঁচব-
শুধুই তোমারি জন্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.