প্রসঙ্গ : দুর্গাপূজা
সন্দীপ কুমার দাঁ
"শারদীয়া দুর্গোৎসব-বাংলা ও বাঙালির প্রাণের উৎসব। বাঙালির জাতীয়সংস্কৃতির যে-প্রতিচ্ছবি এর মূর্তিকল্পনায়, পূজাপদ্ধতি ও উপচারে প্রতিষ্ঠিত হয়, আর কোন জাতির কোন একটি উৎসবে তেমনটি পাওয়া যায় না। ঋবেদের দশম মণ্ডলের দেবীসূক্তে দুর্গাভাবনার বীজ পাওয়া যায়। সেইসময় হল খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ২৫০০ সাল। অষ্টমন্ত্রাত্মক দেবীসূক্তের ঋষি ছিলেন মহর্ষি অঙ্গনের কন্যা ব্রহ্মবিদুষী বাক্। বাক্ ব্রহ্মশক্তিকে স্বীয়-আত্মারূপে অনুভব ক'রে বলেছিলেন, "আমিই ব্রহ্মময়ী, আদ্যাদেবী ও বিশ্বেশ্বরী।" বাক্ আপনাকে 'সর্বনিয়ন্তা' ও 'সর্বনির্মাতা' বলে পরিচয় দিয়েছেন এখানে।সেই বেদের মহিমময়ী-শক্তি যিনি অদ্ভুন ঋষির কন্যা বাকের মুখ দিয়ে ব্যক্ত করিছেলেন নিজের অপার-মহিমা। ইনিই সেই আদিশক্তি, যিনি চণ্ডীর মধ্যে উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন-"একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা"-এ জগতে আমি ছাড়া দ্বিতীয়া নারী কে আছে? আর সমস্ত নারী আমারই বিভিন্ন প্রকাশমাত্র"...
"দুর্গাপূজা সংক্রান্ত একগুচ্ছ রচনার সংকলন এই বইটি। এখানে যেমন আছে দেবী দুর্গা বা দুর্গামূর্তির কথা, তেমনই রয়েছে দুর্গাপূজার চারটি গুরুত্বপূর্ণ পূজানুষ্ঠান- বোধন, নবপত্রিকা পূজা, সন্ধিপূজা এবং কুমারী পূজার সম্যক আলোচনা। আছে মা দুর্গার অস্ত্র, পূজার উপাচার, মহাস্নান ইত্যাদির বিশদ বর্ণনা"...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি