প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র
স্যার আর্থার কন্যান ডয়াল
অনুবাদ - অদ্রীশ বর্ধন
"পক্ষাঘাতগ্রস্তের মতো অনড় অবশ দেহে জ্যোৎস্নার সুষমামণ্ডিত ফেলে আসা পথটার দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম তাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে। পরক্ষণেই আচম্বিতে আবির্ভূত হতে দেখলাম তাকে। ফাঁকা জায়গাটার ওপরে ঝোপঝাড় সহসা আন্দোলিত হল ভীষণভাবে যে-ঝোপ ঠেলে আমি খোলা মাঠ পেরিয়ে এসে দাঁড়িয়ে আছি- সেই ঝোপটাই দুলে উঠল যেন চলমান পর্বতের সংঘাতে। প্রকাণ্ড মসীকৃষ্ণ একটা ছায়াপুঞ্জ আচমকা ঝোপ থেকে তড়াক করে লাফ মেরে এসে পড়ল খোলা চত্বরে। চাঁদের আলোয় এখন তাকে দেখা যাচ্ছে স্পষ্ট। লাফ দিল ঠিক ক্যাঙারুর মতো- সামনের দুটি পা সামনে বেঁকিয়ে ধরে শক্তিশালী পেছনের দু-পায়ে ভর দিয়ে তুরুক করে লাফ মেরে বেরিয়ে এল ঝোপের মধ্যে থেকে- খাড়া অবস্থায়। সাইজ আর শক্তিতে খাড়াই ঐরাবতের সমান হলেও তেড়ে আসার ধরন দেখে মনে হল সতর্কতায় হার মানায় যেকোনো হস্তীকে। ওইরকম বিপুল চেহারা নিয়ে এত চটপটে হওয়া যে সম্ভব না দেখলে বিশ্বাস করা যায় না। অনভিজ্ঞ চোখে প্রথমে মনে হয়েছিল নিরীহ-প্রকৃতি ইগুয়ানোডন- পরক্ষণেই বুঝলাম একেবারেই ভিন্নশ্রেণির জীব চলমান আগুয়ান মূর্তিমান ওই আতঙ্ক। তিন-আঙুলে পাতাখেকো শান্ত-প্রকৃতি ইওয়ানো- ডন সে নয়- এর মুখ চওড়া, থ্যাবড়া, ব্যাঙের মতো- ঠিক যেমনটি দেখেছি ক্যাম্পে লর্ড জনের মশালের আলোয়। বীভৎস হুংকার শুনে আর ভয়াবহ প্রাণশক্তি দেখেইহাড়ে হাড়ে টের পেলাম এই সেই অতিকায় মাংসাশী ডাইনোসর- অত্যন্ত ভয়ংকর যে জীবের সমতুল্য জীব ধরাতলে আজও দেখা যায়নি"..........
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.