পুনর্দর্শনায় চ : ঋত্বিককুমার ঘটক
কথোপকথনে সঞ্জয় মুখোপাধ্যায়
ঋত্বিক-অভিযাত্রার পরশপাথরময় পথটিকে, বিস্মৃতিপ্রবণ আমরা, অনায়াসে পরিত্যক্ত ও সংকুল করে ফেলেছি। আগামী শিল্পের অচিন্ত্যপূর্ব তাৎপর্যের যে-অনাদৃত সিন্দুক ঋত্বিক আমাদের কাছে রেখে মাঝপথে চলে গেলেন, তাঁর মরকতমণি আমরা হেলায় ফেলে রেখেছি আমাদের মধ্যমেধার কচুরিপানার আড়ালে। সেই উদ্ধারকার্যের অঘোষিত অধিনায়ক সঞ্জয় মুখোপাধ্যায়ের হৃতবিলুপ্ত রচনাগুলি আমরা সযত্ন একত্রীকরণে প্রয়াসী হলাম এই অসময়ে। এই পুস্তিকাটি তার প্রস্তাবনা মাত্র। আজ, কাল ও দূরাগত পরশুর জন্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি